বেনজেমার ডাক পাওয়া নিয়ে মুখ খুললেন ভালবুয়েনা

ভালবুয়েনার সঙ্গে বিতর্কে জড়িয়ে এত দিন জাতীয় দলে ডাক পাননি বেনজেমাছবি : টুইটার

সেই ২০১৫ সালের ঘটনা। ঘটনার কেন্দ্রে ছিলেন না, তবু এর জের টেনেছেন পাঁচ বছর ধরে। সতীর্থ ম্যাথু ভালবুয়েনার এক স্পর্শকাতর ভিডিও পেয়ে যায় দুই ব্যক্তি। সে ঘটনায় জড়িয়ে পড়েন করিম বেনজেমা, যা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারকেই বদলে দেয়। ভালবুয়েনার ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল দুষ্কৃতকারীরা। সতীর্থকে টাকাটা দিয়ে দেওয়ায় জোরাজুরি করেছিলেন বেনজেমা। এরপর থেকেই সন্দেহটা তাঁর ওপর চলে যায়।

ফ্রান্স দলের মূল স্ট্রাইকার ছিলেন। কিন্তু সে ঘটনার পর জাতীয় দলে জায়গা হারিয়েছেন। কোচ দিদিয়ের দেশমের চোখের শূল হয়েছেন। খেলতে পারেননি ২০১৬ ইউরো। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্যও হতে পারেননি এ ঘটনার কারণেই। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স করেও আর জাতীয় দলে ফিরতে পারেননি বেনজেমা।

ফ্রান্স দলে এবার ফিরেছেন করিম বেনজেমা
ফাইল ছবি

ছয় বছর পর বেনজেমার ওপর সে রাগ কমেছে দেশমের। বেনজেমা দলে থাকলে সতীর্থদের ওপর কুপ্রভাব পড়বে - সে সময়ে যে কোচ এই বক্তব্য দিয়েছিলেন, দলের স্বার্থে সে কোচই এখন বেনজেমাকে অন্যতম ভরসা মানছেন। গোটা ব্যাপারটায় ভালবুয়েনা কী ভাবছেন? সে ঘটনায় ক্যারিয়ার তো ভালবুয়েনারও শেষ হয়েছিল!

আরএমসি স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার জানিয়েছেন, বেনজেমার ওপর কোন রাগ নেই তাঁর। দেশম যে বেনজেমাকে দলে ডেকেছেন, সেটা নিয়েও তাঁর কোনো সমস্যা নেই, ‘বেনজেমা যদি জাতীয় দলকে তাঁর পারফরম্যান্স দিয়ে সাহায্য করতে পারে, তো সেটা তাঁর জন্যও ভালো, ফ্রান্সের জন্যও ভালো, যা হওয়ার খেলার মাঠেই হবে। এটা কোচের সিদ্ধান্ত।’

দলে কাকে ডাকা উচিত আর কাকে না, এ বিষয়ে দেশমের ওপর পূর্ণ আস্থা আছে ভালবুয়েনার, ‘আমার মতে, যত যা-ই হোক, দিদিয়ের একজন চ্যাম্পিয়ন। এখানে তাঁর হারানোর কিছু নেই। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগলে আমরা বলব, বেনজেমা জাতীয় দলের সঙ্গে মিশে যেতে পেরেছে। বেনজেমা ভালো না খেললেও আমরা দেশমকে দোষ দেব না। তিনি জানেন কীভাবে দল ঘোষণা করতে হয়, কাকে কাকে ডাকা উচিত। তিনি এসব ব্যাপারে অনেক বুদ্ধিমান।’

বেনজেমার ওপর কোন রাগ নেই ভালবুয়েনার
ছবি : টূইটার

অতীত নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেন না ভালবুয়েনা, তাঁর কথায় সেটাই বোঝা গেছে, ‘দেশম কি বেনজেমাকে দলে ডাকার আগে আমাকে জানিয়েছে? না। সত্যি বলতে কি, আমি আশাও করিনি যে তিনি আমাকে জানাবেন। আমি আমার নিজের জীবন নিয়ে খুশিই আছি। এখনো খেলে আনন্দ পাই আমি। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’