ভারতের ব্যাটসম্যানদের উচিত ‘গজনি’র আমির খানের মতো খেলা

আমির খানকে অনুসরণ করতে পারেননি কোহলিরা।ছবি: রয়টার্স

বৃষ্টিবিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম দিনের পুরোটা কেড়ে নেওয়ার পর গতকাল দ্বিতীয় দিনেও বাগড়া দিয়েছে বৃষ্টি। গতকালও নির্ধারিত সময়ের প্রায় এক-তৃতীয়াংশ কেড়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টিস্নাত পরিবেশ আর ইংলিশ উইকেট মিলিয়ে নিউজিল্যান্ডের পেসারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারতকে। সে পরীক্ষার প্রথম ধাপটা ভালোভাবেই উতরেছে দলটি।

কাল আলোর স্বল্পতায় খেলা থামার আগে ৩ উইকেটে ১৪৬ রান তুলেছে ভারত। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের চোখে এরই মধ্যে ম্যাচে এগিয়ে গেছে ভারত। কারণ, এমন উইকেটে ২২৫ রানই যথেষ্ট বলে মনে হচ্ছে ভনের। ইংলিশ কন্ডিশন বলতে যে ধরনের অবস্থা বোঝায়, সাউদাম্পটনে তেমন এক পরিবেশেই খেলা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

এমন কন্ডিশনে ভারতীয় ব্যাটসম্যানদের টিকে থাকার টোটকা দিয়েছেন ওয়াসিম জাফর। সাবেক ভারতীয় ওপেনার বলেছেন, ‘গজনি’র আমির খানের মতো সাময়িক স্মৃতিভ্রষ্ট হয়ে যেতে। তাহলেই নাকি এ উইকেটে ভালো খেলা সম্ভব।

ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ পন্ত।
ছবি: এএফপি

দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটিং দুই রকম ছন্দে এগিয়েছে। ইনিংসের শুরুতে ঠিক লাইন–লেংথে বল করতে পারেননি টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। রোহিত শর্মা ও শুবমান গিল ইতিবাচক ছন্দে ব্যাট করছিলেন। ২১তম ওভারে রোহিতের বিদায়ের পরই ইনিংসের গতি বদলে গেছে। কিউই পেসাররা চেপে বসেছেন ধীরে ধীরে। চেতেশ্বর পূজারার প্রথমে চাপ সামলানোর চিরায়ত পদ্ধতি ভুল প্রমাণিত হয়েছে। ৫৪ বলে ৮ রান করে ফিরে গেছেন পূজারা।

বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে এরপরই দায়িত্ব বুঝে নিয়েছেন। কোহলি নিজের স্বভাবজাত ব্যাটিং ভুলে দাঁতে দাঁত চেপে লড়েছেন। গতকাল ৪৪ রান তোলা কোহলির ইনিংসে মাত্র একটা চার ছিল। সে তুলনায় বাউন্ডারি মারায় রাহানেই একটু বেশি আগ্রহী ছিলেন। সুন্দর ও আগ্রাসী ক্রিকেট খেলার জন্য পরিচিত হলেও কিউই পেসারদের সামলাতে দুজনই ধীরস্থির ব্যাটিংকে অস্ত্র মেনেছেন।

জেমিসন ফিরিয়েছেন কোহলিকে।
ছবি: এএফপি

কিউই পেসাররা তবু সুযোগ সৃষ্টি করেছেন। মাঝেমধ্যেই এমন সব বল করেছেন, যাতে কোহলি ও রাহানের আউট হওয়ার সম্ভাবনা জেগেছে। ওয়াসিম জাফর অবশ্য এ নিয়ে মাথা ঘামাতে মানা করেছেন। এ দুই ব্যাটসম্যানকে বলেছেন ‘গজনি’ চলচ্চিত্রের স্টাইলে খেলতে। এক যুগ তুমুল আলোড়ন তোলা ‘গজনি’ চলচ্চিত্রের কাহিনি আবির্ভূত হয়েছিল আমির খানকে ঘিরে। সে চলচ্চিত্রে আমির সাময়িক স্মৃতিলোপ রোগে ভুগছিলেন।

সাউদাম্পটনের উইকেটে ব্যাট করার জন্য নাকি আমিরের সে চরিত্রের মতো স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়াই ভালো। অন্তত জাফর তাঁর ইউটিউব চ্যানেলে এমন পরামর্শই দিয়েছেন, ‘ওদের মানসিকতা “গজনি”র মতোই হওয়া উচিত। কারণ, আগের ডেলিভারি কেমন ছিল, সেটা ভুলে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ কন্ডিশনে দারুণ একটা বল খেলতে গিয়ে ব্যর্থ হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। আমরা অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলির ক্ষেত্রেও দেখেছি। আমার মনে হয়, এখানে এমন মানসিকতা নিয়ে নামা উচিত, যাতে আগের বল ভুলে যাওয়া এবং পরের বলে মনোযোগ দেওয়া যায়।’

রাহানেও ফিরেছেন।
ছবি: রয়টার্স

এমন পরামর্শ অবশ্য কাজে লাগাতে পারেননি কোহলি। গতকালের স্কোরের সঙ্গে কোনো কিছু যোগ করার আগেই আজ কাইল জেমিসনের বলে এলবিডব্লু হয়ে গেছেন। ৬ ওভার পরই অধিনায়কের পথে হেঁটেছেন ঋষভ পন্ত (৪)। দুজনকেই আউট করার আগে ভালোই ভুগিয়েছেন জেমিসন। আউটের ধরন দেখেই বোঝা গেছে, আগের বলগুলো খেলতে গিয়ে বারবার ব্যর্থ হওয়া তাঁদের মনে চাপ সৃষ্টি করেছিল। ১৫৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছে ভারত।

‘গজনি’র আমির খানের মতো খেলার ব্যাপারটা ৪৯ রান করা রাহানের ব্যাটিংয়েই দেখা গিয়েছিল। কিন্যাতু নিল ওয়াগনারে ফাঁদে পা দিয়েছেন তিনিও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৯৮ রান তুলেছে ভারত।