মামা-ভাগনে

মামা থাকলে নাকি সবই হয়। আর জাভেদ মিয়াঁদাদের মতো মামা থাকলে তো কথাই নেই। বড়ে মিয়াঁর ভাগনেকে ঠেকায় কে? কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যান ফয়সাল ইকবাল বলছেন অন্য কথা। এমন প্রভাবশালী মামা বলেই নাকি উল্টো ভোগান্তি হচ্ছে তাঁর। মামার সঙ্গে অন্যদের বিরোধের জের টানতে হচ্ছে তাঁকে। আর এ কারণেই পাকিস্তান দলে সুযোগ পাচ্ছেন না তিনি। ওয়েবসাইট।