মেসি বার্গার খাচ্ছেন, বেনজেমা ঘুমাচ্ছেন, রোনালদো ‘এক ধাপ এগিয়ে’

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১১
ঘুমানোর এ ছবিটা পোস্ট করে ক্যাপশনে শুধু ‘৯’ সংখ্যাটা লিখেছেন করিম বেনজেমা। সেটি দিয়ে নিজের জার্সি নম্বর ছাড়া আর কী বুঝিয়েছেন, সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে বেনজেমার ছবিটি শেয়ার করেছে একাধিক ব্র্যান্ডের ফ্যাশন হাউস। বেনজেমার এ ঘুমানো যে ঠিক ‘সাধারণ’ নয়, সেটি বুঝতে তাই অসুবিধা হয় না খুব একটা
ইনস্টাগ্রাম
২ / ১১
শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন কি না, নিশ্চিত হয়নি এখনো। তবে আপাতত বোধহয় সে সব নিয়ে ভাবছেন না এই ডাচ তারকা! প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, প্রেমিকা তাতে রাজিও হয়েছেন। বাকি জীবনটা তাঁর সঙ্গে কাটাতে আপাতত তর সইছে না বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের!
ইনস্টাগ্রাম
৩ / ১১
রাওয়ালপিন্ডিতে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। প্রধান কোচ সাকলায়েন মুশতাকের আমন্ত্রণে অনুশীলন দেখতে গিয়েছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার
ইনস্টাগ্রাম
৪ / ১১
কোনো এক বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ছবি দেখে বোঝা যায় তা। দিনটা অসাধারণ কেটেছে, সেটি অবশ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি
ইনস্টাগ্রাম
৫ / ১১
হার্ড রক নামের রেঁস্তোরায় গেলে আপনি খেতে পারবেন মেসি বার্গার। লিওনেল মেসি খেতে গিয়েছিলেন সেটিই
ইনস্টাগ্রাম
৬ / ১১
গল টেস্টে দুর্দান্ত জয়ে অবদান আছে এ দুজনের। ট্রাভিস হেড (বাঁয়ে) ও ক্যামেরন গ্রিনকে (মাঝে) নিয়ে এ ছবিটা পোস্ট করেছেন মারনাশ লাবুশেন
ইনস্টাগ্রাম
৭ / ১১
লিভারপুলেই থাকছেন, এ ছবিটা দিয়ে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাহ। আরও ৩ বছর অ্যানফিল্ডেই দেখা যাবে ‘মিশরের রাজা’কে
ইনস্টাগ্রাম
৮ / ১১
‘পুরস্কারের ওপর নজর রাখো, বাধার দিকে নয়। কখনোই ফিরে তাকাবে না’, পল পগবা লিখেছেন এমন
ইনস্টাগ্রাম
৯ / ১১
‘আজ কোন ব্যাট দিয়ে শট খেলব?’ ফলোয়ারদের কাছে এমন প্রশ্ন রেখেছেন রশিদ খান
ইনস্টাগ্রাম
১০ / ১১
নতুন আরেকটি কুকুর দত্তক নিয়েছেন রেসি ফন ডার ডুসেন। তাঁকেই পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম
১১ / ১১
'অতিরিক্ত এক ধাপ এগিয়ে', নাইকির বিজ্ঞাপনে ক্রিস্টিয়ানো রোনালদো।
ইনস্টাগ্রাম