যে কারণে সহ–অধিনায়ক লিটন

বাংলাদেশের নতুন টেস্ট সহ-অধিনায়ক লিটন দাসফাইল ছবি

টেস্ট অধিনায়কত্ব আর করতে চান না, মুমিনুল হকের এমন ঘোষণার পর বিসিবি আজ সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে। সাকিবের নেতৃত্ব ফিরে পাওয়ার দিনেই অনেক দিন পর বাংলাদেশ দল পেল একজন সহ–অধিনায়কও। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে দেওয়া হয়েছে সে দায়িত্ব।

কেন এত দিন পর কাউকে সহ–অধিনায়ক করা হলো, এমন প্রশ্নের জবাবে মিরপুরে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অধিনায়ক কে হবেন, সে সিদ্ধান্তের আগেই দলে সহ–অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কীভাবে লিটন সহ–অধিনায়ক হলেন, পরিচালনা পর্ষদের এক সভার পর সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি।

আরও পড়ুন

বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘টেস্টেও (সহ–অধিনায়ক) ছিল না, কোনো সংস্করণেই ছিল না। আজ সিদ্ধান্ত হয়েছে, টেস্টে একজনকে দেব। টেস্টে দিয়েছি, ফলে সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দায়িত্ব দেওয়া হতে পারে কাউকে।’

সাকিবের সহকারির দায়িত্ব পালন করবেন লিটন
ফাইল ছবি

সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছিল বিসিবি। লিটন ছিলেন সে তালিকাতেই। প্রক্রিয়াটি ব্যাখ্যা করে নাজমুল হাসান বলেছেন, ‘আরও দুটি নাম এসেছিল। লিটনের বাইরেও আরেকটি নাম এসেছিল। এমনকি কে অধিনায়ক হবে, সেটিও নিশ্চিত ছিল না। তিনজনের মধ্যে একজনকে অধিনায়ক ও একজনকে সহ-অধিনায়ক করা হবে, এমন সিদ্ধান্ত ছিল। সাকিব যদি না হতো, তাহলে এখানে অন্য দুজন হতো অধিনায়ক ও সহ-অধিনায়ক।’

২০১৯ সালে সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার কারণে বেশ তড়িঘড়ি করেই মুমিনুল হককে টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেয় বিসিবি। সাকিবের ওই মেয়াদেও তাঁর কোনো ডেপুটি ছিলেন না। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে কে দল পরিচালনা করবেন, সেটি তাই অস্পষ্টই ছিল এত দিন।

বিসিবি সভাপতির ব্যাখ্যা, টেস্টের ওপর জোর দিতেই এ সংস্করণে একজন সহ-অধিনায়কের প্রয়োজনীয়তা বোধ করেছেন তাঁরা, ‘শুধু ওয়ানডেতেই সাফল্য আমাদের। আমরা টেস্টেও জোর দিতে চাচ্ছি। যা যা করতে চাই, সেসবই দেখবেন আপনারা।’

আরও পড়ুন

এর আগে গতকাল জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কথাতেই ইঙ্গিত ছিল, এবার দলে সহ–অধিনায়ক ফেরানোরও পরিকল্পনা করছেন তাঁরা, ‘এটা নিয়ে অনেক ভাবি আমরা। এখন থেকে একটু একটু করে আমরা সেই পথেই হাঁটব। সহ–অধিনায়কের কথা চিন্তা করছি আমরা। ছেলেগুলোকে গড়ে তুলতে হবে। এই বোধটা তাদের ভেতর আনতে হবে যে তারা সিদ্ধান্ত নেওয়ার একটা অংশ, দল নির্বাচনসহ অন্যান্য বিষয়ে তার মতামত থাকবে। দিন শেষে (হয়তো) অধিনায়ক-কোচই সব। কিন্তু আমি মনে করি, সিদ্ধান্ত প্রণয়নে তারও ভূমিকা থাকবে।’