লন্ডনে বোল্ট, লিটনও

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১১
উস্টারশায়ারের হয়ে খেলতে ইংল্যান্ডে আছেন পাকিস্তান ব্যাটসম্যান আজহার আলী। পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রোচেস্টার ক্যাথেড্রালে।
ইনস্টাগ্রাম
২ / ১১
‘কী একটা দল’! এ ক্যাপশনে বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন রোমার ম্যানেজার জোসে মরিনিও। ছবিগুলোর বিশেষত্ব—সেখানে কেউ না কেউ ঘুমাচ্ছেন। ‘ঘুমকাতুরে’ মরিনিও নিজেও আছেন সে তালিকায়।
ইনস্টাগ্রাম
৩ / ১১
আইপিএল ফাইনাল খেলে সরাসরি ইংল্যান্ড গেছেন ট্রেন্ট বোল্ট, আগামীকাল থেকে শুরু টেস্ট সিরিজ। লর্ডস টেস্টে তিনি খেলবেন কি না, নিশ্চিত হয়নি। শপিংটা অবশ্যই ঠিকই সেরে ফেললেন কিউই পেসার।
ইনস্টাগ্রাম
৪ / ১১
স্ত্রীর সঙ্গে ছবিতে নাঈম হাসানের ক্যাপশনের বাংলা, ‘ভালোবাসা’
ইনস্টাগ্রাম
৫ / ১১
লম্বা সময় পর ঘরে ফিরেছেন ফাফ ডু প্লেসি। ‘রূপকথার বাগানে’ মেয়ের পেছনে ছুটছেন তিনি
ইনস্টাগ্রাম
৬ / ১১
চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুজন। আজ অনুশীলনে ফিরলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ছবিটি পোস্ট করেছেন তাসকিন।
ইনস্টাগ্রাম
৭ / ১১
প্রায় দুই মাসের এক ছুটি কাটিয়েছেন তাব্রেইজ শামসি। এবার ভারত সফরের পালা
ইনস্টাগ্রাম
৮ / ১১
পরিবারের সঙ্গে পেলে। তাঁর হাতের ট্রফিটা চিনতে পারছেন?
ইনস্টাগ্রাম
৯ / ১১
নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। টুইটারে সেটিরই ‘প্রচার’ তাঁর
ইনস্টাগ্রাম
১০ / ১১
এক বিয়ের অনুষ্ঠানে ইমাম-উল-হক ও বাবর আজম। ইমাম ক্যাপশনে লিখেছেন, ‘স্বামীদের কথা ভাবছি! এমন একটা সময় আমাদেরও আসবে’
ইনস্টাগ্রাম
১১ / ১১
স্ত্রীকে নিয়ে লন্ডনে ঘুরতে গেছেন লিটন দাস
ইনস্টাগ্রাম