লিটনকে ওপেনিংয়ে ফেরানোর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে?

বাংলাদেশের ওপেনার লিটন দাসছবি: প্রথম আলো

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ২৫ রান করেছিলেন লিটন দাস। তৃতীয় ওয়ানডের দল থেকে এরপর বাদই পড়েন বাংলাদেশের ওপেনার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার লিটনকে দলে ফিরিয়েছেন নির্বাচকেরা।

শুধু দলে ফেরানোই নয়, তামিম ইকবালের সঙ্গী হিসেবে তাঁকে ইনিংস ওপেন করতেও পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১৯ ওভারে ৪ উইকেটে ৭৪ রান করেছে। আউট হয়ে গেছেন তামিম, সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন।
তবে এখনো উইকেটে আছেন লিটন। এই প্রতিবেদন লেখার সময় ৪৬ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। লিটন কি পারবেন ভালো একটি ইনিংস খেলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে বাদ পড়ার জবাব দিতে!

লিটন এটা পারবেন কী পারবেন না তা জানার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। কিন্তু এই মুহূর্তে আপনি কী মনে করেন, লিটনকে ওপেনিংয়ে ফেরানোটা কি সিদ্ধান্ত কি ঠিক?