সমালোচনা নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ

রাসেল ডমিঙ্গোফাইল ছবি

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় দিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পরই বেশ আবেগঘন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, তাঁরাও মানুষ বলে সমালোচনা ছুঁয়ে যায় তাঁদেরও। সমালোচনা হলেও এর মাধ্যমে কাউকে ছোট করাটা ঠিক নয়—মাহমুদউল্লাহর মূল সুর ছিল এমন। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য বললেন, এসব সমালোচনা আন্তর্জাতিক যেকোনো খেলারই অংশ। তবে কোচ হিসেবে তাঁদের দায়িত্ব খেলোয়াড়দের এসব থেকে দূরে রাখা—সেটিও মনে করিয়ে দিয়েছেন ডমিঙ্গো।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বের প্রথম ম্যাচে হারের পর থেকে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসানও এ ব্যাপারে মুখ খুলেছেন। দলের ব্যাপারে পরামর্শও দিয়েছেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডমিঙ্গো বলেছেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তিনি।

সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো
ছবি: আইসিসি

শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ডমিঙ্গো বলেছেন, ‘আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই। দলের বাইরে কী বলা হলো, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। কালকের ম্যাচে খেলোয়াড়েরা কীভাবে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে, সেটার দিকেই নজর দিচ্ছি আমরা।’

এসব সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি, ‘বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেট-পাগল দেশের হয়ে খেললে, পারফরম্যান্স বাজে হওয়ার পর সমালোচনা হবেই। আর সমালোচনা তো আন্তর্জাতিক যেকোনো খেলারই অংশ।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
ছবি: বিসিবি

খেলোয়াড়দের এসব সমালোচনা থেকে দূরে রাখতে নিজেদের দায়িত্বের কথাও বলেছেন ডমিঙ্গো, ‘কোচিংয়ের দায়িত্বে থাকলে খেলোয়াড়দের নজরটা মাঠের দিকে রাখাটা কাজেরই অংশ। অন্যদিকে কী হচ্ছে, সেসব নিয়ে কী লেখা বা বলা হচ্ছে—এসব নিয়ে কিছু করার নেই। আমাদের নজর এখন নিজেদের পারফরম্যান্সের দিকে, সেদিকে আমরা কতটা নজর দিচ্ছি, নিজেদের মূল্যায়ন কেমন, কোথায় উন্নতি করতে হবে। এর বাইরের জিনিস নিয়ে চিন্তা করলে আমাদের নজর সরে যাবে।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার টুয়েলভে গ্রুপ ‘১’-এ বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।