আগামী ২৬ জুলাই প্যারিসে শুরু হবে এবারের অলিম্পিক। প্রথা অনুযায়ী অলিম্পিকের আলোকশিখা প্রজ্বালন হয়েছে এই প্রতিযোগিতার জন্মভূমি গ্রিসের অলিম্পিয়ায়। অনুষ্ঠানে প্রধান ‘পুরোহিতের’ দায়িত্ব পালন করেন গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা। গ্রিসের অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন স্তেফানোস নুসকসের হাতে থাকা অলিম্পিক মশালে আলোকশিখা থেকে আলো জ্বালিয়ে দেন তিনি। ২৬ এপ্রিল আয়োজকদের হাতে তুলে দেওয়ার আগে ১১ দিন ধরে গ্রিসে ৫০০ কিলোমিটার পরিভ্রমণ করবে এই অলিম্পিক মশাল। অলিম্পিকের আলোকশিখা প্রজ্বালনের আনুষ্ঠানিকতার জমকালো কিছু ছবি দেখে নিন—
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০