জ্বলল আলো অলিম্পিকের

আগামী ২৬ জুলাই প্যারিসে শুরু হবে এবারের অলিম্পিক। প্রথা অনুযায়ী অলিম্পিকের আলোকশিখা প্রজ্বালন হয়েছে এই প্রতিযোগিতার জন্মভূমি গ্রিসের অলিম্পিয়ায়। অনুষ্ঠানে প্রধান ‘পুরোহিতের’ দায়িত্ব পালন করেন গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা। গ্রিসের অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন স্তেফানোস নুসকসের হাতে থাকা অলিম্পিক মশালে আলোকশিখা থেকে আলো জ্বালিয়ে দেন তিনি। ২৬ এপ্রিল আয়োজকদের হাতে তুলে দেওয়ার আগে ১১ দিন ধরে গ্রিসে ৫০০ কিলোমিটার পরিভ্রমণ করবে এই অলিম্পিক মশাল। অলিম্পিকের আলোকশিখা প্রজ্বালনের আনুষ্ঠানিকতার জমকালো কিছু ছবি দেখে নিন—
১ / ১০
অলিম্পিকের জন্মস্থান গ্রিসের অলিম্পিয়ায় আজ জ্বলল অলিম্পিকের শিখা, এই যাত্রার শেষ হবে অলিম্পিক শুরুর দিন
এএফপি
২ / ১০
আগামী ২৬ এপ্রিল আয়োজকদের হাতে তুলে দেওয়ার আগে ১১ দিন ধরে গ্রিসে ৫০০ কিলোমিটার পরিভ্রমণ করবে এই অলিম্পিক মশাল
রয়টার্স
৩ / ১০
গ্রিসের অভিনেত্রী ম্যারি মিনা এই অনুষ্ঠানে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছেন
এএফপি
৪ / ১০
অলিম্পিক মশাল ও জলপাইগাছের শাখা নিয়ে ছুটছেন ফ্রান্সের সাবেক সাঁতারু লরে মানাদু
এএফপি
৫ / ১০
গ্রিসের অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন স্তেফানোস নুসকসের ও ফ্রান্সের সাঁতারু লরে মানাদু—দুজন এবার অলিম্পিকের মশালবাহক
এএফপি
৬ / ১০
মশাল প্রজ্বালনে অভিনেত্রীদের পারফরম্যান্স
এএফপি
৭ / ১০
মশাল প্রজ্বালনের পর স্তেফানোস নুসকসের কাছে হস্তান্তর করছেন মিনা
এএফপি
৮ / ১০
করোনার পর এই প্রথমবার প্রাচীন রীতি ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়
রয়টার্স
৯ / ১০
২৬০০ বছরের পুরোনো হেরা মন্দিরে শিখা প্রজ্বালন অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ
রয়টার্স
১০ / ১০
১৯৩৬ সালে বার্লিন অলিম্পিক থেকে শুরু হয় মশাল রিলে প্রথা
এএফপি