পদ্মশ্রী অশ্বিন এবং চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা তাঁরা

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত রবিচন্দ্রন অশ্বিন। স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ক্রিকেটাররা। ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
১ / ৬
মাঠে খেলছিল চিরো মেসি। ছোট ছেলের খেলা দেখতে মেজ ছেলে মাতেও মেসিকে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো
ইনস্টাগ্রাম
২ / ৬
মেয়ের আজ তৃতীয় জন্মদিন। ছবিটি পোস্ট করে সে কথাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা
ইনস্টাগ্রাম
৩ / ৬
নটিংহাম ফরেস্টের পাঁড় ভক্ত স্টুয়ার্ট ব্রড, তা অনেকেরই জানা। কাল এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছে নটিংহাম। প্রিয় দলের খেলা দেখতে বাবা ক্রিস ব্রডকে নিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক পেসার। সেই ছবি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন
ইনস্টাগ্রাম
৪ / ৬
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো জোনে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। সেই আনন্দে আত্মহারা স্কুলটির ক্রিকেটাররা
বিসিবি
৫ / ৬
ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। তাতে বড় অবদান মোহাম্মদ সালাহর। উত্তরসূরি সালাহর সঙ্গে ছবি তুলে এ অর্জনকে যেন স্মরণীয় করে রাখতে চাইলেন লিভারপুল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ইয়ান রাশ
ইনস্টাগ্রাম
৬ / ৬
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হলো। আজ দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অশ্বিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন
এক্স