বউকে নিয়ে কোথায় ঘুরছেন লিটন

চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় ছুটি কাটাচ্ছেন লিটন দাস। কিংস লিগে খেলোয়াড় ড্রাফটে নেইমার। মাছ শিকারি আনরিখ নর্কিয়া। পরিবারের সঙ্গে আনহেল দি মারিয়া। তিনটি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক জার্মান অ্যাঞ্জেলিক কেরবারের মেয়ে লিয়ানার জন্মদিন। মেরু ভালুক বাঁচাতে সোচ্চার স্টিভ ওয়াহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
পাকিস্তানের টিভি সঞ্চালক ও অভিনেতা ফখর আলমের সঙ্গে খোশ মেজাজে সময় কাটছে দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের। চ্যাম্পিয়নস ট্রফিতে টিভিতে ম্যাচ নিয়ে বিভিন্ন বিশ্লেষণের বাইরে এভাবেই সময় কাটে তাঁদের
ইনস্টাগ্রাম
২ / ৮
তিনটি গ্র্যান্ড স্লামজয়ী জার্মানির সাবেক টেনিস খেলোয়াড় অ্যাঞ্জেলিক কেরবারের মেয়ে লিয়ানার জন্মদিন ছিল আজ। মেয়েকে কোলে নিয়ে এই ছবি পোস্ট করে ক্যাপশনে কেরবার লিখেছেন, ‘প্রত্যেক মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত’
ইনস্টাগ্রাম
৩ / ৮
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া দলের তারকা ক্রিকেটারেরা দেখা করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের সঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেডদের সঙ্গে আড্ডার ছবিটি পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিভাবান এসব খেলোয়াড়ের সঙ্গে নিজ শহরে আড্ডা দিতে পেরে ভালো লাগছে’
ইনস্টাগ্রাম
৪ / ৮
ছেলেদের সাময়িকী ‘মেনস হেলথ’–এর কাভার ছবির জন্য এমন দর্শনীয় ভঙ্গিতে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ও ইন্টার মায়ামির সহ–মালিক ডেভিড বেকহাম
ইনস্টাগ্রাম
৫ / ৮
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন। অবসর সময়টা মাছ শিকার করে কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্কিয়া
ইনস্টাগ্রাম
৬ / ৮
কিংস লিগে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠানে হাসিতে ফেটে পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলে দুই প্রজন্মের দুই কিংবদন্তি কাকা ও নেইমার। ছবিটি নেইমার পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে
ইনস্টাগ্রাম
৭ / ৮
ছবিটি হৃদয়বিদারক। মেরু ভালুকের চামড়া এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে আস্ত মেরু ভালুকই বসে আছে! আসলে তা নয়। মেরু ভালুকের চামড়া–বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়াহ
ইনস্টাগ্রাম
৮ / ৮
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে সুযোগ পাননি। অবসর সময়টা স্ত্রী সঞ্চিতার সঙ্গে দেশ–বিদেশ ঘুরে কাটছে লিটন দাসের
ইনস্টাগ্রাম