তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৭
মেম্ফিস ডিপাইয়ের নতুন চুলের কাট। নতুন এ স্টাইল ভক্তদের দেখাতেই ছবিটি দিয়েছেন বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড
ইনস্টাগ্রাম
২ / ৭
সমারসেটের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন ইমাম-উল হক। খেলার বাইরে অবসরটাও দারুণ কাটছে পাকিস্তান ব্যাটসম্যানের
টুইটার
৩ / ৭
১০ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট নিয়েছেন এই বল দিয়েই। জিম্বাবুয়ের ঐতিহাসিক ৩ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই। এ মুহূর্ত কী করে ভুলবেন রায়ান বার্ল! ম্যাচসেরা হওয়ার পর এ ছবি দিয়ে সেটাই লিখেছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার
টুইটার
৪ / ৭
আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের ইউএস ওপেনের প্রথম ম্যাচটা তাঁর শেষের শুরু। আজ তৃতীয় রাউন্ডে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি। হয়তো তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ এটাই। ম্যাচ শেষে সেরেনা উইলিয়ামসের এ ছবি পোস্ট করে ভারত ক্রিকেটার স্মৃতি মান্ধানা লিখেছেন, ‘আপনি বদলে দিতে পেরেছেন, সেরেনা উইলিয়ামস। সত্যিই পেরেছেন।’
টুইটার
৫ / ৭
দাদির ৯০তম জন্মদিন। এমন দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ছবিটি দিয়েছেন ইংল্যান্ড ব্যাটসম্যান স্যাম বিলিংস
ইনস্টাগ্রাম
৬ / ৭
শিল্পী মার্ক বুচার! খেলা ছেড়েছেন অনেক আগে। খেলা ছাড়ার পর ক্রিকেট বিশ্লেষকের কাজ করার পাশাপাশি সংগীতচর্চাও করে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। শুধু যে শখেই গান করেন, তা নয়। মঞ্চটাও ভালোই মাতিয়ে রাখতে পারেন বুচার
টুইটার
৭ / ৭
কতজনের কত স্বপ্ন থাকে! ভারতের ক্রিকেটার জয়দেব উনাদকাটের অনেক দিনের স্বপ্ন ছিল, একটি মার্সিডিজ কিনবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ তাঁর
টুইটার