বিচ্ছেদের পর ইভানোভিচ, ওয়ার্নার যখন সিনেমার পরিচালক

ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটো ফিচার—
১ / ৮
বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক ক্রেইগ আরভিন (ডানে) ও টম ল্যাথাম। তবে কাঁধের চোটে পড়ায় ল্যাথাম প্রথম টেস্টে খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
২ / ৮
আউট হওয়ার পর মাঠ ছাড়ছেন আরভিন, ব্যাটিংয়ে নামছেন নিউম্যান নিয়ামহুরি। বুলাওয়েতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪৯ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এই দৃশ্য যেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলকে আরও স্পষ্টভাবে জানান দিচ্ছে
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
৩ / ৮
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। সতীর্থদের করতালিতে সিক্ত নিউজিল্যান্ডের এই পেসার বল প্রদর্শন করতে করতে মাঠ ছেড়েছেন
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
৪ / ৮
সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে আজ পুলে ঝড় তুলেছেন অলিম্পিক সোনাজয়ী ফরাসি সাঁতারু লিঁও মারশাঁ
ছবি: এএফপি
৫ / ৮
আলবেনিয়ার রাজধানী তিবিলিসিতে চলছে বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আজ ছেলেদের ইপেই ইভেন্টে সোনার পদকের জন্য লড়েছেন জাপানের আকিরা কোমাতা ও হাঙ্গেরির তামাস কখ
ছবি: এএফপি
৬ / ৮
২০১১ সালে আজকের এই দিনে একটি গির্জায় বিয়ে করেন আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। ১৪তম বিবাহ বার্ষিকীতে সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন দি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা কার্দোসো। তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষের সঙ্গে ১৪ বছরের বিবাহিত জীবন। এটা টিকে থাকা সম্পর্কের পবিত্রতা এবং স্থায়িত্বের প্রতীক’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
সম্প্রতি জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের সঙ্গে ৯ বছরের সংসার ভেঙেছে আনা ইভানোভিচের। বিচ্ছেদের পর সার্বিয়ার গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকার সময় কাটছে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে-বেরিয়ে। ছবিটি পোস্ট করে ইভানোভিচ লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে ডিনার এবং একটি দৃশ্য’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
দক্ষিণ ভারতের সিনেমার প্রতি ডেভিড ওয়ার্নারের আগ্রহের কথা সবার জানা। সেই আগ্রহ থেকেই ভারতীয় চলচ্চিত্র পরিচালক এসএস রাজামৌলির কাছ থেকে দীক্ষা নিচ্ছেন ওয়ার্নার। ছবিটি পোস্ট করে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার লিখেছেন, ‘ভক্তরা হয়তো এটাই দেখতে চাইবে। আমি একেবারেই আনাড়ি, তাই পরামর্শ নিচ্ছি’
ছবি: ইনস্টাগ্রাম