আফিফদের ফেরা, রোনালদো–সুয়ারেজদের পরিশ্রম

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
অবসরে সাইকেল চালাতে ভালোবাসেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো। কখনো কখনো তাঁর সাইকেল ভ্রমণের সঙ্গী হয় সন্তানও
ইনস্টাগ্রাম
টি–টোয়েন্টিতে তিনি যে খুব কার্যকরী ক্রিকেটার, এ কথা কারও অজানা নয়। কাল নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। স্বীকৃত টি–টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৬০০ উইকেটের মাইলফলক। নিজের কীর্তি এভাবেই উদ্‌যাপন করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো
ইনস্টাগ্রাম
আক্রমণভাগের ভয়ংকর ত্রয়ী! এউইন মরগান ও হ্যারি কেইনের সঙ্গে ছবিটি দিয়ে এটাই লিখেছেন জস বাটলার
ইনস্টাগ্রাম
হার্দিক পান্ডিয়ার বেড়ানো চলছেই। চোটের কারণে মাঠের বাইরে থাকা ভারতীয় অলরাউন্ডার পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেক দিন থেকেই
ইনস্টাগ্রাম
আজ থেকে ৫২ বছর আগের এই দিনে জন্ম হয়েছিল ফ্রান্সের ক্লাব পিএসজির। নিজের সাবেক ক্লাবের জন্মদিনটা রোনালদিনিও স্মরণ করলেন পিএসজিতে খেলার সময়কার এই ছবিটি পোস্ট করে
ইনস্টাগ্রাম
জিম্বাবুয়ে সফর শেষে আজই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে যাঁর যাঁর বাড়ি যাওয়ার আগে ছবিটি তুলে পোস্ট করেছেন আফিফ হোসেন
ইনস্টাগ্রাম
লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের কাছে হেরেছে তারা। শুরুর একাদশে জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য কঠিন অনুশীলন করে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার। ছবিটি দিয়ে লিখেছেন—কঠিন পরিশ্রমের মূল্য সব সময়ই পাওয়া যায়!
ইনস্টাগ্রাম
নাসিওনালে আবার নাম লেখানোর পর প্রথম ম্যাচে হেরেছেন লুইস সুয়ারেজ। ঘুরে দাঁড়াতে কঠিন অনুশীলনে ব্যস্ত উরুগুইয়ান স্ট্রাইকার
ইনস্টাগ্রাম