তাঁদের ঘরে ফেরা

ঘরে ফিরেছিলেন বায়ার্ন মিউনিখের দুই কিংবদন্তি। ৪২ পূর্ণ করে ফেললেন ইকার ক্যাসিয়াস। সন্তানের সঙ্গে সময় কাটছে মাহমুদউল্লাহর। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
আরিয়ান রোবেন ও ফ্র্যাঙ্ক রিবেরি। বায়ার্ন মিউনিখের দুই কিংবদন্তি ঘরে ফিরেছিলেন—দুজনের ছবিটি পোস্ট করেছে ক্লাবটি। ক্যাপশনে লিখেছে, ‘রবারি’!
ইনস্টাগ্রাম
২ / ৭
৪২ পূর্ণ করে ফেললেন ইকার ক্যাসিয়াস। শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সঙ্গে পোস্ট করেছেন এই ছবিটি
ইনস্টাগ্রাম
৩ / ৭
বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত তিনি থাকবেন কি না, সে আলোচনা এখনো চলছে। তবে মাহমুদউল্লাহ আপাতত পরিবারকে সময় দিতেই ব্যস্ত, ছোট সন্তানের সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন তিনি
ইনস্টাগ্রাম
৪ / ৭
কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল সাকিব আল হাসানের বদলি হিসেবে। দল প্লে-অফে জায়গা পায়নি, জেসন রয়ও তাই ভারত ছেড়ে গেছেন। বিদায়বেলায় এ ছবি দিয়ে ইংলিশ ওপেনার কলকাতাকে ধন্যবাদ জানিয়েছেন সুযোগ দেওয়ার জন্য। ভোলেননি কলকাতার সমর্থকদের ধন্যবাদ জানাতেও
ইনস্টাগ্রাম
৫ / ৭
ফুটবলের সঙ্গে দাবা! পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সঙ্গে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের ক্রিশ্চিয়ান পুলিসিচ
ইনস্টাগ্রাম
৬ / ৭
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ছিল গতকাল। সেটিতে যোগ দিতে গিয়েছিলেন জাতীয় দলের পেসার জাহানারা আলম
ইনস্টাগ্রাম
৭ / ৭
তিনি নিজেই প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা একজনকে পেয়ে অবশ্য ছবি তোলার লোভ সামলাতে পারেননি সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ও এখনকার ধারাভাষ্যকার ইয়ান বিশপ
ইনস্টাগ্রাম