আজ কন্যাদের দিন

ভারতে কন্যাদিবস আজ। অন্যদিকে মেয়ের জন্মদিন উদ্‌যাপন করছেন জর্দি আলবা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ১০
মেয়ের জন্মদিনে ‘গর্বিত’ জর্দি আলবা।
ইনস্টাগ্রাম
২ / ১০
২০১৪ সালে লর্ডসে স্মৃতি মান্ধানার প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ঝুলন গোস্বামী এসে বলেছিলেন, ‘মন খারাপ কোরো না, আমরা এখানে ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে খেলব।’ সেই লর্ডসে কাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের কিংবদন্তি পেসার। ‘ভারতের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য’ ঝুলনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্মৃতি, পোস্ট করেছেন লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তোলা এ ছবি।
ইনস্টাগ্রাম
৩ / ১০
কদিন আগে প্রকাশিত স্ট্রোমজির মিউজিক ভিডিওতে ছিলেন উসাইন বোল্টও। ‘আমরা একই নয়, একেবারে ভিন্ন গ্রহের কেউ,’ ক্যাপশনে লিখেছেন বোল্ট।
ইনস্টাগ্রাম
৪ / ১০
ভারতে আজ কন্যাদিবস। মেয়ে অদিতির সঙ্গে এ ছবি পোস্ট করে চেতেশ্বর পূজারা লিখেছেন, তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার তাঁর মেয়েই।
ইনস্টাগ্রাম
৫ / ১০
ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, তবে লেভার কাপে এখনো সরব উপস্থিতি রজার ফেদেরারের। টিম ইউরোপের গতকাল দিনটা গেছে দারুণ।
ইনস্টাগ্রাম
৬ / ১০
দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন লিভারপুল স্ট্রাইকার দিয়োগো জোতা।
ইনস্টাগ্রাম
৭ / ১০
কন্যাসন্তানের বাবা হয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মারনাস লাবুশেন। ২০ সেপ্টেম্বর জন্ম নিয়েছে হ্যালি গ্রেস লাবুশেন।
ইনস্টাগ্রাম
৮ / ১০
প্রীতি ম্যাচ খেলতে নেপালে আছে বাংলাদেশ দল, সেখান থেকেই শুভ সকাল জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ইনস্টাগ্রাম
৯ / ১০
কন্যাদিবসে শুধু নিজের মেয়ে নয়, বিশ্বের সব মেয়েকেই শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়না।
ইনস্টাগ্রাম
১০ / ১০
‘আমার কোলে আর জায়গা হয় না, তবে হৃদয় থেকে কখনোই বের হবে না। এদিনে আমাদের কাটানো অসাধারণ সময়গুলোর কথা মনে পড়ছে! সত্যিই সেগুলো মনে পড়ে আমার। শুভ কন্যাদিবস, সারা,’ লিখেছেন শচীন টেন্ডুলকার।
ইনস্টাগ্রাম