টটেনহামের বিশেষ দর্শক, কাসেমিরোর রিয়ালে ফেরার আশা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৮
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিয়ের-এমেরিক অবামেয়াং
ইনস্টাগ্রাম
২ / ৮
সিপিএল খেলতে যাচ্ছেন টিম সাইফার্ট…
ইনস্টাগ্রাম
৩ / ৮
শেষ হয়ে গেল কাসেমিরোর রিয়াল-অধ্যায়। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই সাবেক সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। আর নিজে এ ছবির সঙ্গে টনি ক্রুস ও লুকা মদ্রিচের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে কাসেমিরো লিখেছেন, ‘অসাধারণ এক গল্প। সব সময়ই যেটি আমার ঘর হয়ে থাকবে, আশা করি সেখানে একদিন ফিরব। সহস্র জীবন দিলেও রিয়াল মাদ্রিদ আমাকে যা দিয়েছে, তা ফিরিয়ে দিতে পারব না। সব সময়ের জন্য—হালা মাদ্রিদ!’
ইনস্টাগ্রাম
৪ / ৮
কেভিন পিটারসেনের হাতের এই প্রাণীটির নাম বলতে পারবেন?
ইনস্টাগ্রাম
৫ / ৮
ছুটি শেষে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন আজ। এরপর স্ত্রীর সঙ্গে ছবিটা পোস্ট করেছেন আফিফ হোসেন
ইনস্টাগ্রাম
৬ / ৮
ম্যাচে ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৫ উইকেটের সৌজন্য লর্ডসের অনার্স বোর্ডে উঠে গেছে কাগিসো রাবাদার নাম। ‘খুব কম করে বললে, লর্ডস বিশেষ কিছু ছিল’, লিখেছেন দক্ষিণ আফ্রিকা পেসার
ইনস্টাগ্রাম
৭ / ৮
‘সর্বোচ্চ যে লক্ষ্য, সেখানেই মনের শান্তি খুঁজে নাও, এরপর তোমার জীবনকে সেভাবেই গড়ো’, দিমুথ করুনারত্নের ক্যাপশন এমন
ইনস্টাগ্রাম
৮ / ৮
রোমাঞ্চকর ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে টটেনহাম। ম্যাচে দর্শক হিসেবে ছিলেন রোনালদো। এ ছবি পোস্ট করে টটেনহাম লিখেছে, ‘খুবই বিশেষ একজন দর্শক এসেছেন আমাদের মাঝে আজ’
ইনস্টাগ্রাম