কাতারের পথে গ্রিজমানরা, কেইনদের বিশ্বকাপ শুরু হলো

কাতারের উদ্দেশে রওনা দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। হ্যারি কেইন বলছেন, এবার বিশ্বকাপ শুরু হলো তাঁদের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ১০
আপনিও পেতে পারেন লিওনেল মেসির এ জার্সি। গত সেপ্টেম্বরে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে এ জার্সি পরেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শুধু এ জার্সি নয়, বিশ্বকাপজুড়েই মেসি ও তাঁর সতীর্থদের ম্যাচের প্রথমার্ধের জার্সি পাওয়ার সুযোগ পাবেন সমর্থকেরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি কোম্পানির চুক্তির অংশ হিসেবে তাদের অ্যাপে গিয়ে নির্দিষ্টি কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে এ জন্য।
ইনস্টাগ্রাম
২ / ১০
প্রায় তিন মাস পর স্ত্রীর দেখা পেলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানে লম্বা সময় কাটিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন ওয়াসিম। এর আগে সাবেক পাকিস্তান অধিনায়ক টুইট করেছিলেন, বিশ্বকাপের ধকল কাটিয়ে উঠতে পারবেন শুধু স্ত্রী শানেরিয়ার চিজ কেক পেলেই। অবশ্য তাতে শানেরিয়া স্বামীকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘এটা শুধু বিজয়ী ও যারা চিনি খেতে পারে, তাদের জন্য।’ পাকিস্তান হেরেছে, ওয়াসিমের ডায়াবেটিসের ইতিহাসও পুরোনো। অবশ্য এরপরও ‘কী করা যায় দেখছি’, এমন আশা দিয়েছেন শানেরিয়া।
ইনস্টাগ্রাম
৩ / ১০
প্রস্তুতি শেষ। জিয়ানলুইজি ডন্নারুম্মার ক্যাপশন এমন। বিশ্বকাপের এই ডামাডোলে হুট করেই মনে হতে পারে, কাতারের প্রস্তুতির কথাই বলছেন ইতালি গোলরক্ষক। তবে ইতালি এবার বিশ্বকাপে নেই, আগামীকাল আলবেনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তাদের।
ইনস্টাগ্রাম
৪ / ১০
২৯ পূর্ণ করলেন পাউলো দিবালা। দলের সঙ্গে আবুধাবিতে জন্মদিন উদ্‌যাপন করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। জন্মদিনে একটাই ইচ্ছা, এমনটা জানিয়েছেন। সে ইচ্ছাটা কী, সেটি বোধ হয় আলাদা করে না বললেও চলছে!
ইনস্টাগ্রাম
৫ / ১০
‘বোন। নিজের বোন থাকা মানেই ভালো লাগার ব্যাপার। চারজন বোন পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, এখন তিনজন আছে। তাদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করা শিখেছি আমি। ছবি দেখেই বুঝতে পারছেন, আমিই সবচেয়ে দুষ্ট।’—তিন বোনের সঙ্গে ছবিতে এমন ক্যাপশন দিয়েছেন সেরেনা উইলিয়ামস। সেরেনার সবচেয়ে বড় সৎবোন ইয়েটুন্ডে প্রাইস একসময় তাঁর ব্যক্তিগত সহকারীও ছিলেন। ২০০৩ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।
ইনস্টাগ্রাম
৬ / ১০
কাতার বিশ্বকাপের উদ্দেশে রওনা দিয়েছে এখনকার বিশ্ব চ্যাম্পিয়ন দল ফ্রান্স। ‘ঈশ্বরকে স্মরণ করে রওনা দিলাম’—আঁতোয়ান গ্রিজমানের ক্যাপশনের অর্থ এমন।
ইনস্টাগ্রাম
৭ / ১০
কাতারে পৌঁছে হ্যারি কেইন লিখেছেন, ‘এবার এটি শুরু হলো।’ ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এমনটাই ধরে নেওয়া যায়!
ইনস্টাগ্রাম
৮ / ১০
চ্যাম্পিয়নস লিগে মার্শেইর বিপক্ষে টটেনহামের ম্যাচে চোট পেয়েছিলেন সন হিউ-মিন। দক্ষিণ কোরিয়ার অনুশীলনে এভাবেই দেখা গেল তাঁকে। বিশ্বকাপের জন্য তর সইছে না তাঁর!
ইনস্টাগ্রাম
৯ / ১০
বিশ্বকাপ উদ্‌যাপনে ইংল্যান্ডের কিট স্পনসর ক্যাস্টোরে পাওয়া যাবে ছাড়, জানিয়েছেন জস বাটলার। এ জন্য ব্যবহার করতে হবে ‘বাটলার’ কোড।
১০ / ১০
সিডনিতে গিয়ে ‘চার্লস’কে খুঁজে পেয়েছেন লকি ফার্গুসন।
ইনস্টাগ্রাম