লর্ডসে হ্যারি কেইনের স্বপ্নপূরণের দিন
‘আমাদের স্বপ্নগুলোর একটি।’
‘সত্যিকার অর্থেই স্বপ্নপূরণের মতো ব্যাপার।’
হাতে ব্যাট, গ্লাভস। পায়ে প্যাড। হ্যারি কেইন নামছেন লর্ডসে। সঙ্গী তাঁর টটেনহাম–সতীর্থ ম্যাট ডোহের্টি, যে মুহূর্তকে স্বপ্নপূরণের মতোই মনে হচ্ছিল তাঁদের। পরে সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইংল্যান্ড অধিনায়ক কেইন লিখেছেন, ‘জায়গাটা গমগম করছে। সব সময়ই লর্ডসে এভাবে ঢুকতে চেয়েছি। বিশেষ ভেন্যু। দারুণ লেগেছে!’
কেইন ও ডোহার্টি এসেছিলেন দ্য হানড্রেডে লন্ডন স্পিরিট ও ম্যানচেস্টার অরিজিনালসের ম্যাচে। ম্যাচ শুরুর আগে এ দুজনকে নিয়ে ৫ বলের জন্য ছক্কা মারার প্রতিযোগিতায় নামানো হয়। তাঁদের সঙ্গে ছিলেন স্কাই স্পোর্টসের দুই ধারাভাষ্যকার নাসের হুসেইন ও ইয়ান ওয়ার্ড। সে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ডোহার্টির কাছে ‘হার’ মানতে হয়েছে কেইনকে। তবে মুহূর্তটা যে উপভোগ করেছেন, সেটি নিশ্চিতই।
ম্যাচের আগে দুই অধিনায়ক লন্ডনের এউইন মরগান ও ম্যানচেস্টারের জস বাটলারের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন কেইন। ছিলেন ধারাভাষ্যেও, যেখানে তাঁর সঙ্গী ছিলেন রবি শাস্ত্রী, ড্যারেন গফরা।
লর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন পরে বলেছেন, ‘আমার প্রথম ক্রিকেট ম্যাচ, এর চেয়ে ভালো আর কোন জায়গাতেই বা হতে পারত সেটি!’
এমনিতে ক্রিকেটের বড় ভক্ত কেইন। এর আগে বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছে তাঁর, টুইটারে কোহলির ইনিংসের প্রশংসাও করেছেন তিনি। এর আগে ইংল্যান্ড দলের মঈন আলী ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গেও ক্রিকেট-ফুটবলের অদলবদল করেছিলেন কেইনরা।
লর্ডসে গতকালের ম্যাচে উদ্যাপনের উপলক্ষ ছিল আরও। ম্যাচ শুরুর আগে ২৩ সেকেন্ড করতালিতে স্মরণ করা হয়েছে কিংবদন্তি শেন ওয়ার্নকে। এ মৌসুমেও লন্ডন স্পিরিটের প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর।
কাইরন পোলার্ডের জন্য দিনটি ছিল মাইলফলকের। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০তম ম্যাচ খেলেছেন তিনি গতকাল। লন্ডন স্পিরিটের হয়ে নেমে ১১ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পোলার্ড। ফর্মটা বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না, আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় বলেছেন। তবে মাইলফলকের ম্যাচে এই ক্যারিবীয় আরেকবার দেখালেন, টি-টোয়েন্টিতে এত ম্যাচ খেলার অভিজ্ঞতার ফলটা এখনো পাচ্ছেন তিনি! পোলার্ডের দল লন্ডন শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ৫২ রানে।