আফিফের দর্শন, শোয়েব আখতারের হেলিকপ্টার ভ্রমণ

গাড়ির ড্রাইভিং সিটে বসে তোলা একটা ছবি দিয়েছেন আফিফ হোসেন। ক্যাপশনটা বেশ দার্শনিক। শোয়েব আখতার হেলিকপ্টারে চড়ে কোথায় যেন যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব চ্যাম্পিয়নস লিগের গৌরবগাথায়। একইভাবে অস্ট্রেলীয় ক্রিকেটাররা টেস্টের বিশ্বসেরা হওয়ার গৌরব ভাগাভাগি করেছেন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে। খেলার দুনিয়ার তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম এভাবেই হয়ে ওঠে তাদের আনন্দ-বেদনার কাব্য। তেমনই কিছু ছবি নিয়ে আজকের এই ফটো ফিচার—
১ / ৭
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে অ্যালান ডোনাল্ডের স্কুলে তাসকিন আহমেদ
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
লাবুশানের তোলা সেলফিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
গাড়ি চালাচ্ছেন আফিফ। এই ছবি দিয়ে যে ক্যাপশনটা ইনস্টাগ্রামে দিয়েছেন, সেটি বেশ দার্শনিক—‘যদি নিয়ন্ত্রণ ঠিক থাকে, তাহলে গাড়ির গতি দ্রুত হওয়ার সুযোগ নেই’—এই ক্যাপশন দিয়ে বাংলাদেশের অলরাউন্ডার কী বোঝাতে চেয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে পরিবার নিয়ে ঘুরতে গেছেন ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ফাইনালে দুর্দান্ত খেলেছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। শিরোপার স্মারকটাকে জড়িয়ে ধরে ছবি তুললেন। সেটি যে তাঁর বীরত্বের ফসলও
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
হেলিকপ্টারে করে শোয়েব আখতার কোথায় যাচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা খুঁটিয়ে দেখছেন ইকার গুন্দোয়ান ও কেভিন ডি ব্রুইনা
ছবি: ইনস্টাগ্রাম