৪০ থেকে ১৬০০ মিটারের প্রতিযোগিতা, নাজমুলদের দৌড়ানোর দিন

আজ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস টেস্ট। সাধারণত এ ধরনের টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে এলেও এবার হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দেশের একসময়ের ক্রিকেট–তীর্থে ক্রিকেটাররা দৌড়েছেন অ্যাথলেটিকস ট্র্যাকে, যেখানে দৌড়ালে অপেক্ষাকৃত সঠিক টাইমিং পাওয়া যায়। পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টের নানা মুহূর্ত দেখুন ছবির গল্পে। ছবিগুলো তুলেছেন শামসুল হক
১ / ১১
৩০ জনের বেশি খেলোয়াড় আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে দৌড়েছেন
প্রথম আলো
২ / ১১
সম্মিলিত দৌড়ের পর ক্ষণিকের বিরতি
প্রথম আলো
৩ / ১১
অনেক দিন পর জাতীয় দলের ডেরায় মোহাম্মদ সাইফউদ্দিন (সবার সামনে)
প্রথম আলো
৪ / ১১
ফিটনেস টেস্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহরই শুধু এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে
প্রথম আলো
৫ / ১১
হ্যান্ডস আপ...
প্রথম আলো
৬ / ১১
ফুটবল মাঠের সবুজ গালিচায় ক্রিকেটারদের স্ট্রেচিং। মাঝে ট্রেনার ন্যাথান কিলি
প্রথম আলো
৭ / ১১
এক ফ্রেমে দুই সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস ও নাফিস ইকবাল। নাফীস আছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জের দায়িত্বে, ম্যানেজারের দায়িত্বে নাফিস
প্রথম আলো
৮ / ১১
৪০ মিটার স্প্রিন্টে লিটন দাসের দৌড়
প্রথম আলো
৯ / ১১
১৬০০ মিটারে হয়েছে দুটি দৌড়। একটিতে প্রথম হয়েছেন তানজিম হাসান
প্রথম আলো
১০ / ১১
১৬০০ মিটার দৌড়ে প্রথম হওয়ার পর ট্র্যাকের কিংবদন্তি উসাইন বোল্টের মতো করেই পোজ দিলেন নাহিদ রানা
প্রথম আলো
১১ / ১১
জিপিএস ট্র্যাকার পরে দৌড়াচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন
প্রথম আলো