শোয়েব মালিকের যে গুণের প্রশংসা করলেন স্ত্রী সানা জাভেদ

নোমান আলীর কৃতজ্ঞতা প্রকাশ। শোয়েব মালিকের প্রশংসায় স্ত্রী। চেতেশ্বর পূজারাকে স্ত্রীর শুভেচ্ছা। ওয়াসিম আকরামে স্মৃতিচারণা আর আরিনা সাবালেঙ্কার হার উদ্‌যাপন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
এই ছবি দেখে কে বলবে একটু আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে গেছেন আরিনা সাবালেঙ্কা। হারকেও যে সহজে মেনে নেওয়া যায়, তা–ই যেন শেখালেন বেলারুশিয়ান এই টেনিস তারকা
ইনস্টাগ্রাম
২ / ৮
এই ছবিতে দাম্পত্য সঙ্গী চেতেশ্বর পূজারাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী পূজা পাবারি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার অনুপ্রেরণা, ভারসাম্য, শান্তি, প্রার্থনা এবং ভালোবাসার উৎস’
ইনস্টাগ্রাম
৩ / ৮
আয়নায় নিজের ছবি দেখে নিজেই খুশি। ছবিটা পেস্ট করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং
ইনস্টাগ্রাম
৪ / ৮
এই ছবিটা সর্বকালের সেরা এক ক্রিকেটারের যাত্রা শুরুর সাক্ষী হয়ে আছে। ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। ক্যাপশনে জানিয়েছেন ছবিটা ১৯৮৪ সালে ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে পাকিস্তান দলে তাঁর প্রথম ক্যাম্প চলাকালে তোলা
ইনস্টাগ্রাম
৫ / ৮
মুলতান টেস্টে ইতিহাস গড়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন নোমান আলী। অর্জনের আনন্দে মাঠে সেজদা দিয়েই আল্লাহকে ধন্যবাদ জানান এ পাকিস্তানি স্পিনার
এএফপি
৬ / ৮
আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ম্যাচের একটি মুহূর্ত। ম্যাচে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলায় মেতে আধডজন গোল করেছে আর্জেন্টিনা
এএফপি
৭ / ৮
জিমে ঘাম ঝরানোর ফাঁকে ছবিটা তুলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন
ইনস্টাগ্রাম
৮ / ৮
‘আমার স্বামী সত্যিই অনেক ভালো ছবি তুলতে পারে’—এই ক্যাপশন দিয়ে নিজের এবং স্বামী শোয়েব মালিকের একাধিক ছবি পোস্ট দিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটারের স্ত্রী সানা জাভেদ
ইনস্টাগ্রাম