বোলিং মেশিনে হৃদয়, বেলজিয়ামের জার্সির সঙ্গে টিনটিন

বেলজিয়ামের জার্সি উন্মোচন অনুষ্ঠানে টিনটিনের চরিত্ররা। হাঁটতে হাঁটতে কফি বানাচ্ছেন লুইস সুয়ারেজ। বোলিং মেশিনের দায়িত্বে তাওহিদ হৃদয়। অজিঙ্কা রাহানের রঞ্জি ট্রফি জয়। খেলার জগতের নানা রঙের মুহূর্তের ছবি—
১ / ৬
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচ খেলতে চেজ স্টেডিয়ামে উপস্থিত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ। হাঁটতে হাঁটতেই এক ফাঁকে চা বানিয়ে নিচ্ছেন উরুগুইয়ান তারকা
রয়টার্স
২ / ৬
ভেতরে চলছে আতলেতিকো মাদ্রিদ-ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা। শৃঙ্খলা নিশ্চিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামের বাইরে ঘোড়ায় টহল দিচ্ছে মাদ্রিদের পুলিশ
রয়টার্স
৩ / ৬
অনুশীলনের ফাঁকে বিশ্রামের ধরন—একটি লোকেশ রাহুল পরিবেশনা
ইনস্টাগ্রাম
৪ / ৬
বেলজিয়াম ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। হার্জ মিউজিয়ামের এই উন্মোচন অনুষ্ঠানে জার্সি পরা মডেলের সঙ্গে হাজির ছিল জনপ্রিয় কার্টুন সিরিজ টিনটিনের চরিত্ররাও। জানেন নিশ্চয়ই, টিনটিনের জন্ম বেলজিয়ামেই!
এএফপি
৫ / ৬
বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। পুরস্কার বিতরণের পর ট্রফির সঙ্গে সপরিবার মুম্বাই অধিনায়ক অজিঙ্কা রাহানে
ইনস্টাগ্রাম
৬ / ৬
ব্যাটসম্যানদের জন্য বোলিং মেশিন চালানোর কাজটি সাধারণত সাপোর্ট স্টাফরাই করে থাকেন। কিন্তু আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানজিদ হাসানের (ছবিতে নেই) জন্য বোলিংয়ের কাজটি এগিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয়ই
শামসুল হক