ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে কি দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ

আবারও কি দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ?ফাইল ছবি

গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হতে আর এক সপ্তাহও বাকি নেই। চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে এ কদিনের মধ্যেই ঠিকানা খুঁজে নিতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সম্ভাব্য সেই ঠিকানা একবার স্পেন তো আরেকবার জার্মানিতে গিয়ে ঠেকছে। যার সর্বশেষ সংযোজন এবার নতুন দেশ—ফ্রান্স। যে দেশের লিগে আগে থেকেই খেলেন লিওনেল মেসি, নেইমার আর কিলিয়ান এমবাপ্পেরা।

রোনালদোর লড়াই হবে নেইমার–এমবাপ্পের সঙ্গেও
ছবি : রয়টার্স

এবারের চ্যাম্পিয়নস লিগে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র দল আছে দুটি—পিএসজি আর মার্শেই। রোনালদোর সম্ভাব্য গন্তব্য হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর প্রথম শিরোপাজয়ী ক্লাব অলিম্পিক মার্শেই। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে দলে নিলে ব্যবসায়িকভাবে কেমন সুবিধা তোলা যাবে—এখন সেই হিসাব কষছে ক্লাবটি।

আরও পড়ুন

লিভারপুলের সাবেক স্ট্রাইকার জিব্রিল সিসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদোকে মার্শেইয়ে যাওয়ার অনুরোধও করেছেন। মার্শেইয়ের সাবেক খেলোয়াড় ইয়ান–চার্লস ডি বোনো জার্মান ট্যাবলয়েড বিল্ডকে জানিয়েছেন, রোনালদোকে দলে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে মার্শেই, ‘দলবদলটি মার্শেইয়ের জন্য আর্থিকভাবে কতটা সঠিক হবে, সেটি যাচাই করে দেখা হচ্ছে এখন। এ ধরনের সম্ভাব্যতা যাচাই মেসির বেলায় পিএসজিও করেছিল।’

আরও পড়ুন

শেষ পর্যন্ত রোনালদো যদি মার্শেইয়ে যোগ দিয়েই ফেলেন, তাহলে স্প্যানিশ লিগের মেসি–রোনালদোর দ্বৈরথ আবারও ফিরে আসবে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যাওয়ার পর দুজনের মুখোমুখি দেখা হয়েছে একবারই। ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। এরপর মেসি চলে গেছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে, রোনালদো ফিরেছেন তাঁর পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ছবি: টুইটার

তবে প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করা ইউনাইটেড এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না। ক্যারিয়ারের শেষবেলায় পৌঁছে যাওয়া রোনালদো চাচ্ছেন এমন ক্লাবে যেতে, যেখানে তিনি ইউরোপের সেরা প্রতিযোগিতায় খেলতে পারবেন। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে মরিয়া রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে এখন পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের নাম উঠেছে। এর মধ্যে তার নিজের দেশের পোর্তো, জার্মানির ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ, স্পেনের আতলেতিকোও ছিল।

আরও পড়ুন