ধোনি যদি বাবরের পাকিস্তান দলের অধিনায়ক হতেন...

মহেন্দ্র সিং ধোনিফাইল ছবি: এএফপি

মহেন্দ্র সিং ধোনি যদি পাকিস্তান দলের অধিনায়ক হতেন! পাকিস্তান মানে এই পাকিস্তান, বাবর আজমের পাকিস্তান।

এই কল্পনাটা আসলে মনোজ তিওয়ারির। ভারতের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলার এই ক্রিকেটার মনে করেন, বাবর আজমের এই পাকিস্তান দলটিই যদি ধোনির হাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে এরাই অন্য রকম ক্রিকেট খেলত।

ধোনির প্রসঙ্গ এনে মনোজ তিওয়ারি অবশ্য পাকিস্তান ক্রিকেট দলের একটা বড় দুর্বলতাই সামনে এনেছেন। তিনি মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম মোটেও স্বপ্রণোদিত অধিনায়ক নন। তিনি পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজের পরিকল্পনা পাল্টান না। সে অনুযায়ী সিদ্ধান্তও নেন না। মনোজ তিওয়ারি একজন স্বপ্রণোদিত অধিনায়ক হিসেবেই ধোনির প্রসঙ্গ টেনেছেন। একই সঙ্গে টেনেছেন বাবরের অধিনায়কত্বের দুর্বলতা, ‘বাবরের অধিনায়ক হিসেবে অনেক সম্ভাবনা ছিল। তাঁকে একটু স্বপ্রণোদিত হওয়া দরকার। যে বোলার ভালো করছে না, তাঁকে দিয়ে সে বোলিং চালিয়ে যায়। এই সময় নতুন কাউকে আক্রমণে আনা উচিত। অধিনায়কদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’

বাবর আজমের অধিনায়কত্ব পছন্দ নয় মনোজ তিওয়ারির
ছবি: এএফপি

মনোজ তিওয়ারি মনে করেন পাকিস্তানের এই দলটারই যদি অধিনায়ক ধোনি হতেন, তাহলে এরাই বিশ্বকাপে দুর্দান্ত করত, ‘এই দলটাকেই ধোনির হাতে তুলে দিন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরাই একের পর এক ম্যাচ জিতবে।’

বাবর আজমের প্রতি তাঁর আছে অগাধ শ্রদ্ধা, ‘বাবর দারুণ ক্রিকেটার। তবে সে অনেক চাপের মধ্যে আছে। পাকিস্তানের খারাপ ফলের জন্য তাকে এককভাবে দোষারোপ করাটা ঠিক নয়। এটা অনুচিত। তার প্রতিভা ক্রিকেট-দুনিয়ার অনেক কিংবদন্তিদের কাতারেই। শচীন টেন্ডুলকার, রোহিত শর্মাদের চেয়ে সে কোনো অংশে কম নয়। কোনো সন্দেহ নেই, বাবর পাকিস্তান ক্রিকেটের এ যুগের সেরা ক্রিকেটার।’

মনোজ তিওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র ১২ ওয়ানডে আর ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টির। আইপিএলে খেলেছেন ৯৮টি ম্যাচ। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।