এবার কামিন্সের বিয়ে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১১
নাচ থামাতেই পারছেন না ক্লোয়ি কেলি, থামছে না ইংল্যান্ডের উদ্‌যাপনও। ওয়েম্বলিতে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ফাইনালে কেলি করেছেন জয়সূচক গোল, জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ইউরো জিতেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপের পর দেশটির ফুটবল ইতিহাসে যেটি প্রথম বড় কোনো শিরোপা। ট্রাফালগার স্কয়ারে দর্শকদের সামনে আরেক দফা নেচেছেন কেলি, ফাইনালে যাঁর উদ্‌যাপন ঢুকে গেছে ইংলিশ ফুটবলের লোক গাঁথায়!
ইনস্টাগ্রাম
২ / ১১
গতবার তাঁরা যেটি পারেননি, ইংলিশ মেয়েরা করে দেখিয়েছেন সেটিই—ওয়েম্বলিতে জিতেছেন ইউরোর শিরোপা। হ্যারি কেইন মাঠে বসে হয়েছেন ইতিহাসের সাক্ষী। নিজেদের মেয়েদের সঙ্গে এ ছবি পোস্ট করে ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন, ‘শুধু মেয়েদের দলের জন্য নয়, ইংলিশ ফুটবলের জন্যই গতকালের রাতটি ছিল অসাধারণ। তবে সে রাত ছাপিয়ে এটি একটা প্রজন্মকে অনুপ্রাণিত করবে, অনেক মেয়ে এখন মেয়েদের দলের অংশ হতে চাইবে। দুর্দান্ত অর্জন!’
ইনস্টাগ্রাম
৩ / ১১
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা প্রতিপক্ষই। তবে আইপিএলে জস বাটলার ও যুজবেন্দ্র চাহাল সতীর্থ, খেলেন রাজস্থান রয়্যালসে। লন্ডনে দেখা হয়েছিল দুজনের। ছবিটি পোস্ট করেছেন চাহাল।
ইনস্টাগ্রাম
৪ / ১১
অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে একত্র হয়েছিলেন শেন ওয়াটসন, শোয়েব আখতার, ওয়াকার ইউনিসরা। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন ক্রিকেট সঞ্চালক এরভিন হলান্ড (মাঝে)।
ইনস্টাগ্রাম
৫ / ১১
‘সত্যিকারের ওয়ার্কআউট তখনোই শুরু হয়, যখন আপনি লালার (শহীদ আফ্রিদি) সঙ্গে জিমনেশিয়ামে ঘাম ঝরান’, শাহিন শাহ আফ্রিদির ক্যাপশন এমন
ইনস্টাগ্রাম
৬ / ১১
ফ্রেঞ্চ কাপ জিতেই মৌসুম শুরু করেছে পিএসজি। গোল করেছেন সের্হিও রামোস, লিওনেল মেসি, নেইমার। ক্যাপশনে রামোস মনে করিয়ে দিয়েছেন সেটিই, ‘আজকের গোলস্কোরাররা’
ইনস্টাগ্রাম
৭ / ১১
‘ঘরে’ ফিরলেন লুইস সুয়ারেজ। শৈশবের ক্লাব নাসিওনাল তাঁকে বরণ করে নিয়েছে দারুণ উষ্ণতায়। কৃতজ্ঞ ও গর্বিত সুয়ারেজ লিখেছেন, ‘পরিবারের সঙ্গে ঘরে ফিরতে পেরে গর্বিত আমি। এমন অভ্যর্থনার জন্য হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই, দারুণ রোমাঞ্চকর ব্যাপার ছিল। যেখানে থাকতে চাই, সেখানেই এসেছি। সবকিছু উজাড় করে দেব।’
ইনস্টাগ্রাম
৮ / ১১
গ্রিডের দশ নম্বরে থেকে রেস শুরু করেছিলেন। তবে ম্যাক্স ভারস্টাপেন ঠিকই জিতে নিয়েছেন হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি। গ্রীষ্মকালীন বিরতির আগে শেষ রেসটা তাই স্মরণীয়ই হয়ে থাকছে রেড বুল ড্রাইভারের জন্য। এখনো সে ঘোর থেকেই বেরোতে পারছেন না যেন!
ইনস্টাগ্রাম
৯ / ১১
মোহাম্মদ সালাহর দিকে তাকিয়ে আছেন মোহাম্মদ সালাহ!
ইনস্টাগ্রাম
১০ / ১১
নিজে একটু দুষ্টু প্রকৃতির, ‘মনে করিয়ে দিয়েছেন’ সেরেনা উইলিয়ামস। দুষ্টামিটা কী, সেটিও জানিয়েছেন তিনি। সেটির জন্য অবশ্য ছবিটা একটু জুম করে দেখতে হবে। ‘সংরক্ষিত পার্কিং’, এমন একটা নির্দেশনা ফলকের ওপর ছোট একটি স্টিকারে সেরেনা হাতে লিখেছেন, ‘সেরেনা উইলিয়ামসের পার্কিংয়ের জন্য’
ইনস্টাগ্রাম
১১ / ১১
অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের বিয়ে করার ধুম লেগেছে যেন। ক্রিকেটার নাথান লায়ন, সাবেক টেনিস তারকা অ্যাশলি বার্টির পর এবার বিয়েটা সেরে ফেললেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘদিনের সঙ্গিনী বেকি বোস্টনকে বিয়ে করেছেন কামিন্স
ইনস্টাগ্রাম