চা–বাগানে ফার্গুসন, ঝরনায় কামিন্সরা

ধর্মশালায় খেলতে গিয়ে ঘোরাঘুরিতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। হোটেলে বসে থাকেননি নিউজিল্যান্ডের খেলোয়াড়েরাও। আবার ধারাভাষ্যকার ওয়াকার ইউনিসও একফাঁকে ঘুরে এলেন গলফ কোর্সে। এদিকে বেঙ্গালুরুতে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল চমৎকার মুহূর্তের। বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরের চমকপ্রদ সব মুহূর্ত নিয়ে এই আয়োজন—
১ / ৮
আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় হাত দিলে হয়তো এমনই ছবি তৈরি হতো। বেঙ্গালুরুর ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচে ডেভিড উইলি ও মার্ক উড একই সময়ে একইভাবে মাথায় হাত দেওয়ায় তৈরি হয়েছে এমন ছবি
ছবি: এএফপি
২ / ৮
অনুশীলনে ফুরফুরেই দেখা গেল বাবর আজম ও ইমাম-উল-হকদের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে
ছবি: এএফপি
৩ / ৮
ধর্মশালায় অনুশীলন করছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। ট্রেন্ট বোল্ট কি ক্যামেরা না অন্য কাউকে দেখে মজা করতে চাইলেন, সেটা অবশ্য বোঝা যায়নি
ছবি: এএফপি
৪ / ৮
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে এক শ্রীলঙ্কান দর্শক
ছবি: এএফপি
৫ / ৮
ধর্মশালায় খেলতে গিয়ে পাহাড়ি ঝরনায় গা–ও ভিজিয়ে এসেছেন প্যাট কামিন্সরা
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
বিশ্বকাপে ধারাভাষ্য দিতে ওয়াকার ইউনিস এখন ভারতে। একফাঁকে সময় কাটিয়ে এসেছেন দিল্লির এক গলফ কোর্সে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
বুধবার সকালে ঢাকায় আসা সাকিব আল হাসান আজ ভারতে ফিরে গেছেন। ছবিটি মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ের
ছবি: সংগৃহীত
৮ / ৮
ধর্মশালায় গিয়ে কিউই পেসার লকি ফার্গুসন গিয়েছিলেন চা–বাগানে। একা নয়, সঙ্গিনীকে নিয়ে
ছবি: ইনস্টাগ্রাম