৫৮৩ দিন পর ওয়ানডে সিরিজ জয়ের ১৫টি ছবি

তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ৫৮৩ দিন পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সৌম্য–সাইফ–মিরাজ–রিশাদদের সিরিজ জয়ের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটো ফিচার। ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক
১ / ১৫
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
২ / ১৫
বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান
৩ / ১৫
৭২ বলে ৮০ রানের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মেরেছেন সাইফ হাসান
৪ / ১৫
৯১ রানের ইনিংস খেলার পথে রিভার্স সুইপে ছক্কা মারেন সৌম্য সরকার
৫ / ১৫
সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট—সৌম্য সরকার যেন মেনে নিতে পারছিলেন না
৬ / ১৫
আউট হয়ে মাঠ ছাড়ছেন নাজমুল হোসেন, ব্যাটিংয়ে নামছেন রিশাদ হোসেন
৭ / ১৫
রানআউট থেকে বাঁচতে নুরুল হাসানের ডাইভ
৮ / ১৫
আজও দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন
৯ / ১৫
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা আসা–যাওয়ায় ব্যস্ত ছিলেন
১০ / ১৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ
১১ / ১৫
ম্যাচসেরার পুরস্কার হাতে সৌম্য সরকার
১২ / ১৫
সিরিজসেরার পুরস্কার হাতে রিশাদ হোসেন
১৩ / ১৫
সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স ও ওপেনার সাইফ হাসানের মুখে চওড়া হাসি
১৪ / ১৫
মিরাজের হাতে ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
১৫ / ১৫
ট্রফি নিয়ে বাংলাদেশ দলের উচ্ছ্বাস