৫৬ হাজার ৮১৪ রানের মালিক তাঁরা– চেনেন কি

ফুটবল, ক্রিকেটের সাবেক খেলোয়াড় তো বটেই, বর্তমান সময়ের অনেকেরও এখন অবসর সময়। কেউ ঘুরতে গেছেন। কেউবা মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
পরনে পাঞ্জাবি, হাতে ঘড়ি আর চোখে সানগ্লাস। বেশ একটা মডেল মডেল ভাবই নিতে চাইলেন শাদাব খান। অবশ্য মডেলের মতো পোজ দিতে পেরেছেন বলে নিঃসন্দেহ হতে পারেননি। নইলে কি আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে লেখেন, ‘আমার মডেলিং দক্ষতাকে মাফ করবেন। এই ঈদে খুশি, আনন্দ আর মাংস বিলিয়ে দিন। নিজের চেয়ে কম সৌভাগ্যবানের কথাই ভাবুন।’
ইনস্টাগ্রাম
২ / ৮
মৌসুম শেষ করে দলবদলের কাজও সেরে ফেলেছেন ইলকায় গুন্দোয়ান। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লেখানো জার্মান মিডফিল্ডার স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে গেছেন ফ্রান্সে
ইনস্টাগ্রাম
৩ / ৮
চোটে পড়ে আইপিএলের শুরু থেকে মাঠের বাইরে লোকেশ রাহুল। ফেরার অপেক্ষায় থাকা ভারতীয় ওপেনার দিন গুনছেন। এই ছবির ক্যাপশনে যেমন দুটি মাত্র শব্দ লেখা ‘৫৮ দিন ...’
ইনস্টাগ্রাম
৪ / ৮
আজ ছিল কেভিন ডি ব্রুইনার জন্মদিন। যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাতে পরিবারসহ ইনস্টাগ্রামে হাজির ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার
ইনস্টাগ্রাম
৫ / ৮
লন্ডনে ঘুরছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসারের চোখে যা ‘গ্রেট সিটি’
ইনস্টাগ্রাম
৬ / ৮
বলুন তো, কার সঙ্গে ছবি তুলতে গিয়ে রোনালদিনিও এত খুশি? ক্যাপশনে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল, পার্টনার’
ইনস্টাগ্রাম
৭ / ৮
লর্ডসের ম্যাচ শুরুর ঘোষণা আসে ঘণ্টা বাজিয়ে। আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট শুরুর আগে সেই ঘণ্টা বাজিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন
ইনস্টাগ্রাম
৮ / ৮
‘এক ফ্রেমে দুই ক্রিকেট কিংবদন্তি’ কিংবা ‘এক ফ্রেমে ৫৬ হাজার ৮১৪ রান’—দুভাবেই ব্যাখ্যা করতে পারেন ছবিটিকে। শচীন টেন্ডুলকারের টুইটার থেকে পোস্ট করা ছবিটির ক্যাপশনে অবশ্য ভিন্ন কথা, ‘হঠাৎ করে আজ আরেকজন মেধাবী গলফারের সঙ্গে দেখা’। টেন্ডুলকার ব্রায়ানলারার কথা বলতে গিয়ে ‘আরেকজন গলফার’ বলেছেন আগের পোস্টের ধারাবাহিকতায়। দুই দিন আগে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান গলফার গ্যারিপ্লেয়ারের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় কিংবদন্তি।
ইনস্টাগ্রাম