মেসির বাচ্চামো, রোনালদোর কাজে ফেরা আর সুন্দরের উল্টে পড়া

উল্টে পড়লেন ওয়াশিংটন সুন্দর। চিকিৎসা নিচ্ছেন ঋষভ পন্ত। স্যাম কনস্টাস ও যশপ্রীত বুমরার ঝগড়া থামাচ্ছেন শরফুদ্দৌলা। ক্রিস্টিয়ানো রোনালদোর ‘কাজে ফেরা’ আর বাচ্চাদের সঙ্গে লিওনেল মেসির ফুটবল। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
মিচেল স্টার্কের শর্ট ডেলিভারিতে আঘাত পাওয়ার পর এভাবেই চিকিৎসা নিতে দেখা যায় ঋষভ পন্তকে। সিডনিতে ভারতের ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন পন্তই
এএফপি
২ / ৮
ওয়াশিংটন সুন্দরের এ ছবিটাই যেন সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটিংলাইনের প্রতিচ্ছবি। আজ মিচেল স্টার্কের গতিময় বল থেকে বাঁচতে গিয়ে এভাবেই উল্টে পড়েন ভারতীয় এই অলরাউন্ডার
এএফপি
৩ / ৮
ক্যাচ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে এভাবেই সংঘর্ষে জড়িয়ে আহত হন দুর্বার রাজশাহীর সাব্বির হোসেন
প্রথম আলো
৪ / ৮
ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারের সঙ্গে সিডনির ধারাভাষ্যকক্ষে মার্কিন টেনিস কিংবদন্তি জেমস কুরিয়ার। টেনিস তারকার সঙ্গে ধারাভাষ্য দিতে পেরে আনন্দিত হওয়ার কথাই জানিয়েছেন গাভাস্কার
ইনস্টাগ্রাম
৫ / ৮
সিডনি টেস্টে স্যাম কনস্টাস ও যশপ্রীত বুমরার লড়াই থামানোর চেষ্টা করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ
এএফপি
৬ / ৮
পাকিস্তানের বিপক্ষে কেপটাউন টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকি রিকেলটন। ব্যাটিংয়ের একপর্যায়ে শট খেলার সময় এভাবেই হাওয়ায় ভাসতে দেখা যায় তাঁকে। প্রথম দিন শেষে ১৭৬ রানে অপরাজিত আছেন রিকেলটন
এএফপি
৭ / ৮
দীর্ঘ বিরতির পর আবারও আল নাসরের অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন একাধিক ছবি পোস্ট করে পর্তুগিজ মহাতারকা লিখেছেন, ‘কাজে ফেরা’
ইনস্টাগ্রাম
৮ / ৮
বাড়ির আঙিনায় বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলে নতুন বছরটা শুরু করেছেন লিওনেল মেসি। ক্যাপশনে মেসি লিখেছেন, ‘আমরা ফুটবল দিয়েই বছরটা শুরু করেছি।’
ইনস্টাগ্রাম