অপেক্ষার প্রহর প্রায় শেষ। রোববার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। দলগুলোর মতো দর্শকরাও এরই মধ্যে কাতারে পৌঁছে গেছেন। বিশ্বকাপের দেশে কেমন কাটছে তাদের দিন, দেখে নিন এক ঝলকে —
১ / ৭
ডেনমার্ক দলের অনুশীলন ছিল আল সাইলিয়া স্পোর্টস ক্লাব মাঠে। সেখানেই চলে এসেছিল ডেনমার্কের এই খুদে সমর্থকরা। আবদার রক্ষা করে ছবি তুলতে দাঁড়িয়ে গেলেন ক্রিস্টিয়ান এরিকসেন
ছবি: এএফপি
২ / ৭
বাবা-মার সঙ্গে খেলা দেখতে এসেছে এই শিশু। কোন দেশের ভক্ত, সেটি তো জার্সিতেই বোঝা যাচ্ছে।
ছবি: রয়টার্স
৩ / ৭
বিশ্বকাপ মানে নানা সংস্কৃতির মিলনও। তবে লক্ষ্যটা যেহেতু ফুটবল, হয়ে যাক না এক প্রস্থ ...
ছবি: রয়টার্স
৪ / ৭
কাতার বিশ্বকাপে ঘানা আছে। খেলা দেখতে দোহায় চলে এসেছেন ঘানার এই দর্শক। তবে বিশ্বকাপে না থাকলেও খেলা দেখতে আসার সময় নিজ দেশের পতাকা নিয়ে এসেছেন এক আলজেরিয়ান।
ছবি: এএফপি
৫ / ৭
বর্ণিল সাজে আসা ইকুয়েডর সমর্থকের সঙ্গে সেলফি তুলছেন কাতারের এই ফুটবলপ্রেমী
ছবি: এএফপি
৬ / ৭
প্রথম দেখায় ছদ্মবেশী কেউ বলে ভুল করবেন না। তিনি ফুটবলারই, এমনকি দলের ‘পোস্টারবয়’ও। চোখে আঘাত পাওয়ায় এভাবে মাস্ক পরে দলের সঙ্গে অনুশীলন করেন দক্ষিণ কোরিয়ার সন হিউং -মিন।
ছবি: এএফপি
৭ / ৭
ম্যারাডোনাকে ছাড়া এই প্রথম বিশ্বকাপ। তবে শারিরীকভাবে না থাকলেও ম্যারাডোনা আছেন ফুটবল ভক্ত-দর্শকদের মনে। আর্জেন্টাইন কিংবদন্তির কাটআউটের সঙ্গেই তাই সেলফি
ছবি: রয়টার্স