এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বিসিবি

চোটের কারণে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লিটন দাসকেছবি: এএফপি

চোটের ধাক্কা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই। জিম্বাবুয়ে সফরেও চোটে পড়া খেলোয়াড়দের তালিকা লম্বা  হচ্ছে বাংলাদেশ দলের। এশিয়া কাপের দল ঘোষণার জন্য তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে বাড়তি সময় চেয়েছিল বিসিবি। তাতে রাজি হয়েছে এসিসিও।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় ৮ আগস্ট, সোমবার। বিসিবির অনুরোধের পর বাংলাদেশের দল ঘোষণার সময় এখন আরও দুদিন বাড়িয়েছে এসিসি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে এশিয়া কাপের দল দেবেন তাঁরা।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শুরুর আগেই মেরুদণ্ডে চোট পেয়েছিলেন ব্যাটসম্যান ইয়াসির আলী। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে শুরুতে দলে রাখা হলেও ম্যাচ ফিটনেস ছিল না বলে পাঠানো হয়নি শেষ পর্যন্ত।

আঙুলের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারেন নুরুল
ছবি: প্রথম আলো

এরপর জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চিড় ধরা পড়ে প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা নুরুল হাসানের। এরপর দেশে ফিরে আসেন তিনি। আঙুলের চিকিৎসার জন্য দুই-একদিনের মধ্যেই সিঙ্গাপুর যাওয়ার কথা এ উইকেটকিপার ব্যাটসম্যানের। নুরুলের সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছিল। এখন তাঁর অস্ত্রোপচার লাগবে না, এমন আশা করা হচ্ছে।

আরও পড়ুন

নুরুলের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোটের ধাক্কা আরও বড় করে খায় বাংলাদেশ। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান লিটন দাস। সিরিজই শেষ হয়ে গেছে তাঁর, সেরে উঠতে লাগবে তিন-চার সপ্তাহ।  লিটনের সঙ্গে একই ম্যাচে চোট পান মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামেরও। মুশফিকের চোট হাতে, শরীফুলের পায়ে। অবশ্য দুজনকেই দ্বিতীয় ওয়ানডেতে পাওয়ার আশা করছে বিসিবি। নুরুলের বদলি হিসেবে শুরুতে কাউকে নেওয়া না হলেও লিটনের চোটের পর ডেকে পাঠানো হয়েছে পেসার ইবাদত হোসেন ও ওপেনার মোহাম্মদ নাঈমকে। এদিকে চোটের সমস্যা আছে মোস্তাফিজুর রহমানেরও। জানা গেছে, অ্যাঙ্কেলে চোট আছে এ বাঁহাতি পেসারের।

আরও পড়ুন

এদিকে এশিয়া কাপের দল ঘোষণার সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের নামও দেবে বিসিবি। জিম্বাবুয়ে সফরের মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে দায়িত্ব দেওয়া হয় নুরুলকে। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন। মাহমুদউল্লাহ যদিও সে ম্যাচে ছিলেন।

নতুন অধিনায়ক ঘোষণা করার ব্যাপারে গত ৪ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, তাঁদের সম্ভাব্য তালিকায় আছেন চারজন—সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নুরুল হাসান ও লিটন দাস। তবে এঁদের মধ্যে একজন অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অবশ্য সাকিবের ব্যাপারে আরেকটি বিষয়েও ধোঁয়াশা আছে বিসিবির মধ্যে। একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তির সত্যতা তদন্ত করে দেখছে বিসিবি।

আরও পড়ুন