পিন্ডিতে হাসিখুশি সাকিব, বিসমার অন্য রকম মুহূর্ত

এক দিন পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ ঘিরে প্রস্তুতিতে সাকিবকে দেখা গেল হাস্যোজ্জ্বল চেহারায়। পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমা মারুফের সময় কাটছে মেয়েকে নিয়ে। হ্যারি কেইন খুশি স্বীকৃতির স্মারক হাতে পেয়ে। খোশমেজাজে ক্যামেরার সামনে উপস্থিত ডেভিড বেকহাম, আনহেল দি মারিয়া, রশিদ খানরা। তারকাদের দিনযাপনের নানা ছবি—

১ / ৭
বোঝাই যাচ্ছে, বেশ স্বচ্ছন্দে আছেন রশিদ খান। কোথায় আছেন সেটি অবশ্য জানা যায়নি
ইনস্টাগ্রাম
২ / ৭
জিমে ঘাম ঝরানোর পর সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল
ইনস্টাগ্রাম
৩ / ৭
মা-মেয়ের অন্য রকম অনুভূতির মুহূর্ত। পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমা মারুফ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই পৃথিবী কতই–না ছোট। তবু তোমাকে ছাড়া দেখতে পারি না।’
ইনস্টাগ্রাম
৪ / ৭
একটি ব্র্যান্ডের শীতকালীন পোশাকের ফটোশুটে সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম
ইনস্টাগ্রাম
৫ / ৭
বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই ৩৬ গোল করেছেন হ্যারি কেইন, যা আবার ইউরোপীয় লিগগুলোর মধ্যে মৌসুম-সর্বোচ্চ। মিউনিখে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু তুলে দেওয়া হয় বায়ার্ন ফরোয়ার্ডের হাতে
ইনস্টাগ্রাম
৬ / ৭
দেখেই বোঝা যাচ্ছে, একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আনহেল দি মারিয়া
ইনস্টাগ্রাম
৭ / ৭
তাঁকে নিয়ে চলছে বিতর্কের ঝড়। কিন্তু মাঠের সাকিব দিব্যি হাসি-খুশি। আজ রাওয়ালপিন্ডিতে মুশফিক-তাইজুলদের সঙ্গে দৌড়ানোর সময় যেমন হাস্যোজ্জ্বল দেখা গেল তাঁকে
এএফপি