‘ভার্টিগো’ সমস্যায় আফগানিস্তানের বিপক্ষে নেই স্মিথ

স্টিভেন স্মিথএএফপি

স্টিভেন স্মিথের সমস্যাটা পুরোনো। এর আগেও ‘ভার্টিগো’ নামের এই সমস্যায় পড়েছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন, দু-এক দিন ধরে এ সমস্যায় ভুগছেন। গতকাল খেলার আশা প্রকাশ করলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলছেন না স্মিথ।


ভার্টিগো মূলত একধরনের মাথা ঘোরানো সমস্যা। ইংল্যান্ডের ‘এনএইচএস’ বা ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী, এটি মূলত একধরনের সমস্যার উপসর্গ। ভার্টিগোর সঙ্গে আরও যেসব উপসর্গ দেখা দেয়, তার মধ্যে আছে ভারসাম্যহীনতা—যাতে দাঁড়ানো বা হাঁটা কঠিন, অসুস্থ বোধ করা বা অসুস্থ হয়ে পড়া, মাথা ঘোরানো।

আরও পড়ুন

গতকাল সংবাদ সম্মেলনে স্মিথ বলেছিলেন, ‘গতকাল (পরশু) বা এমন সময় থেকে একটু ভার্টিগো সমস্যা হচ্ছে, যেটা বিরক্তিকর। আশা করি, আজকের অনুশীলন পার করতে পারব, সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, ঠিক সুখকর কোনো পরিস্থিতি নয়।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন গতকাল অনুশীলনে স্টিভেন স্টিথ
এএফপি

এ ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেছিলেন, ‘না, আমার মনে হয়, ঠিক হয়ে যাব। হ্যাঁ, এ মুহূর্তে ভালো বোধ করছি না কিন্তু (নেটে) খেলব, এরপর দেখা যাবে কী অবস্থা। আশা করি, সব ঠিকঠাক থাকবে।’

আরও পড়ুন

সেটি অবশ্য থাকেনি। ক্রিকইনফো জানিয়েছে, গতকাল সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে নেটে ব্যাটিং অনুশীলনে গিয়েছিলেন স্মিথ। শুরুতে তেমন কোনো অস্বস্তি ফুটে ওঠেনি তাঁর মধ্যে। তবে অন্যদিকের নেটে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করেন। এরপর একজন সাপোর্ট স্টাফের সঙ্গে উঠে যান স্মিথ।
আজ টসের সময় অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘স্মিথ (এ ম্যাচের আগে) একটু ভুগেছে, ফলে খেলছে না। (ক্যামেরন) গ্রিনও খেলছে না।’

সতীর্থর সঙ্গে অনুশীলনে স্টিভেন স্মিথ


স্মিথ ও গ্রিনের জায়গায় আজ দলে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুজনই ছিলেন না। গলফ খেলতে গিয়ে কার্ট থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে কনকাশনে পড়েছিলেন ম্যাক্সওয়েল। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছিলেন মার্শ।

আরও পড়ুন
আরও পড়ুন