কানাডায় লিটন, সাগরপাড়ে বাবর

জাপানে প্রাক্‌–মৌসুম সফরে গিয়ে নিজের ২৩তম জন্মদিন উদ্‌যাপন করেছেন আর্লিং হলান্ড। টেস্ট জিতে ফুরফুরে মেজাজে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সাকিবের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের ছবি পোস্ট করেছেন লিটন। আর লেভা ‘হ্যালো’ জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ট্যাগ করে ছবিটা পোস্ট করেছেন তাঁর স্ত্রী মিশেল গেরজিগ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবচেয়ে বিশেষ এবং নিখুঁত হানিমুন।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
ছবিটাই বলে দিচ্ছে মায়ামিতে সময়টা দারুণ কাটছে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
বার্সেলোনার সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রাক্‌–মৌসুম সফরে গেছেন দলের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেখান থেকে সবাইকে ‘হ্যালো’ বলেছেন লেভা
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
হারিস রউফ ক্রিকেট ছেড়ে গলফ খেলতে যাচ্ছেন এমন কোনো খবর নেই। হয়তো ক্রিকেটের অবসরে গলফ খেলে অবকাশ যাপন করছেন এই পাকিস্তানি ফাস্ট বোলার
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
আজ ২৩তম জন্মদিন উদ্‌যাপন করছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় ফরোয়ার্ড আর্লিং হলান্ড। প্রাক্‌–মৌসুম সফরে হলান্ড এখন আছেন জাপানে। সেখান থেকেই সবাই ‘হ্যালো’ জানিয়ে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
আজ রাতে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে সাকিব আল হাসানের মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের সারে জাগুয়ার। ম্যাচের আগে অনুশীলনের এই ছবিটা পোস্ট করেছেন লিটন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
এক বছর! লম্বা এ সময় পর আরেকটি টেস্ট জিতে এখন ফুরফুরে মেজাজেই আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আপন মনে উপভোগ করছেন সাগরপাড়ের সূর্যাস্ত
ছবি: ইনস্টাগ্রাম