ব্রডের ফটোশুট, ধাওয়ানের বস মুড

বাগ্‌দত্তার সঙ্গে একটি ছবি সাময়িকীর প্রচ্ছদে জায়গা করে নেওয়ায় স্টুয়ার্ট ব্রড ভীষণ খুশি। জীবনসঙ্গীকে নিয়ে কাতারে ছুটি কাটাতে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি। সন্তানদের নিয়ে ছবি তুলে ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিক জানতে চেয়েছেন ছবিটি কোথায় তোলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—

১ / ৭
ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের অফিসে গিয়ে তোলা এই ছবিটি পোস্ট করেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। ক্যাপশনে লিখেছেন, ‘খেলাধুলা ও সংস্কৃতির কাছে।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
সমাজের সুবিধাবঞ্চিতদের সঙ্গে সময় কাটালেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ। ক্যাপশনে লিখেছেন, ‘বস্তু না মানুষকে ভালোবাসুন। বস্তুকে ব্যবহার করুন, মানুষ না!’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
স্যুটেড–ব্যুটেড ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বস মুডে আছি। এখন কাজের সময়।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের তারকা কৃঞ্চা হাসিমুখের এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সুখের মধ্যেই সব সৌন্দর্য লুকিয়ে।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
কাতারে স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসি
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
বাগ্‌দত্তা মলি কিংয়ের সঙ্গে তোলা স্টুয়ার্ট ব্রডের এই ছবিটি একটি সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেয়েছে। ছবিটি পোস্ট করে ব্রড ধন্যবাদ জানিয়েছেন সাময়িকীটিকে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
সন্তানদের নিয়ে সুইমিং পুলে সময় কাটানোর এই ছবিটি পোস্ট করে ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিক জানতে চেয়েছেন, ছবিটি কোথায় তোলা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম