২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে বিড করবে ভারত

অলিম্পিক পতাকাছবি: আইওসি

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। এ জন্য বিডে (আনুষ্ঠানিক প্রস্তাব) অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশনের উদ্বোধনীতে তিনি এসব কথা জানান।

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত অলিম্পিক আয়োজন করতে আগ্রহী। ২০৩৬ অলিম্পিক আয়োজনে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এটা ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন। আইওসির সমর্থন নিয়ে আমরা এই স্বপ্ন পূরণ করতে চাই। আমরা ২০২৯ যুব অলিম্পিকও আয়োজন করতে চাই। আমি নিশ্চিত, ভারত আইওসির সমর্থন পাবে।’

ভারতের মাটিতে আইওসির অধিবেশন বসেছে ৪০ বছর পর। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থাটির ৮৬তম অধিবেশন ১৯৮৩ সালে দিল্লিতে বসেছিল। মুম্বাইয়ের জিও সেন্টারে চলা এবারের অধিবেশনের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন আইওসি সভাপতি থমাস বাখ। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে ভারতের ১০৭টি পদক জয়ের প্রসঙ্গ টেনে বাখ বলেন, ‘ভারত অনুপ্রাণিত করার জায়গা। এশিয়ান গেমসে ভারত যে পারফরম্যান্স করেছে, তাতে পুরো অলিম্পিক-সমাজ গর্বিত হতে পারে।’

আইওসির ১৪১তম অধিবেশনের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: আইওসি

এ মুহূর্তে ভারতে চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলাও ক্রিকেট। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অলিম্পিকে ক্রিকেটের সংযোজন নিয়ে বাখ বলেন, ‘বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে ভারতের মাটিতে সফলভাবে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট খেলোয়াড়দের অংশগ্রহণের দিকে তাকিয়ে আমরা। ভারতীয় বংশোদ্ভূত মানুষ প্রচুর ক্রিকেট খেলে, সম্প্রতি (যুক্তরাষ্ট্রের) ডালাসে একটা ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করেছি আমরা।’

আরও পড়ুন

২০২৮ সালে অলিম্পিক আয়োজন করবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। ২০৩৬ অলিম্পিকের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের আগ্রহ জানিয়ে রেখেছে। ২০২১ সালেই ভারত আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। এখন পর্যন্ত এ আসর নিয়ে বিডের কথা জানিয়েছে মেক্সিকো সিটি (মেক্সিকো), নুসানতারা (ইন্দোনেশিয়া), ইস্তাম্বুল (তুরস্ক) ও ওয়ারশ (পোল্যান্ড)।