বাতাসের জন্য হাঁসফাঁস মার্তিনেজের

ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রান করেছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক রোহিত শর্মার এমন অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।এমিলিয়ানো মার্তিনেজের জন্য এবার চ্যালেঞ্জটা একটু বেশি। লাপাজের উচ্চতায় একে তো গোলপোস্ট বাঁচাতে হবে, সঙ্গে খুঁজে নিতে হবে নিজের শ্বাসপ্রশ্বাসের জন্য পর্যাপ্ত অক্সিজেনসমৃদ্ধ বাতাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
যত দূর চোখ যায় শুধু সমুদ্র। ভারতীয় কিংবদন্তি হরভজন সিংও ক্যাপশনে তেমনটাই বলতে চেয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
১৮ বছর পর ঘরে ফিরেছেন সের্হিও রামোস। সেভিয়ায় নতুন অধ্যায় লেখার পথে অনুশীলন শুরু করেছেন এই স্প্যানিশ কিংবদন্তি
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রান, তা–ও বিরাট কোহলির পর ইনিংসের হিসাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। ভারতের অধিনায়ক রোহিত শর্মার এমন অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। রোহিতকে অভিনন্দন জানিয়ে এই অলরাউন্ডার লিখেছেন, ‘প্রতিভাবান থেকে কিংবদন্তি হওয়ার সফরটা অনেক স্মরণীয় ছিল।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
গম্ভীর হয়ে বসে আছেন গৌতম গম্ভীর
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
চোট থেকে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি। এমন বিশেষ সেঞ্চুরিকে লোকেশ রাহুল পরিবারের প্রতি উৎসর্গ করেছেন
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
সেই দিনটা দারুণ কেটেছিল থিবো কোর্তোয়ার। সে কারণেই এক মাস আগে পরিবারের সঙ্গে কাটানো সফরের একটি ছবি ইনস্টাগ্রামে আবারও শেয়ার করেছেন কোর্তোয়া
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
এমিলিয়ানো মার্তিনেজের জন্য এবার চ্যালেঞ্জটা একটু বেশি। লাপাজের উচ্চতায় একে তো গোলপোস্ট বাঁচাতে হবে, সঙ্গে খুঁজে নিতে হবে নিজের শ্বাসপ্রশ্বাসের জন্য পর্যাপ্ত অক্সিজেনসমৃদ্ধ বাতাসও। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনেও সেটাই বুঝিয়েছেন মার্তিনেজ।
ছবি: ইনস্টাগ্রাম