ইব্রার নতুন চ্যালেঞ্জ আর ভোজনরসিক সিরাজ

জ্লাতান ইব্রাহিমোভিচ বলে কথা! যখন যে খেলাতেই নামবেন, চ্যালেঞ্জ জিততে চাইবেন তিনি। সেটা হোক ফুটবল বা টেবিল টেনিস। অন্যদিকে ভারতের পেস বোলার সিরাজ গতির মতোই ভালোবাসেন নিত্য নতুন খাবার খেতে। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটোফিচার—
১ / ৭
একের ভেতর দুই—ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ যেন এটাই! মাঠে ফুটবল যেমন খেলতে পারেন, তেমনি সংগীতেও পারদর্শিতা আছে তাঁর। এখানে অবশ্য যন্ত্র বাজাচ্ছেন শান্তির খোঁজে। আর না হলে ছবিটি দিয়ে তিনি লিখবেন কেন, ‘শান্তি না থাকলে সবকিছুই অন্য রকম লাগে।’
ইনস্টাগ্রাম
২ / ৭
এবারের বিপিএলে তাঁকে ঘিরে অনেক আশা কুমিল্লা ভিক্টোরিয়ানসের। সেই আশার প্রতিদান দিতে আজ মাঠে নামার আগে নিজেকে শেষ মুহূর্তের জন্য তৈরি করে নিচ্ছিলেন বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটসম্যান। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ইনিংস ওপেন করে ১২ বলে মাত্র ১০ রানই করতে পেরেছেন
ইনস্টাগ্রাম
৩ / ৭
৫৮ বছর বয়সে আজ অবিনশ্বরের পথে যাত্রা করেছেন ইতালির সাবেক স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। চেলসির সাবেক কোচকে স্মরণ করে তাঁর সঙ্গে পুরোনো এ ছবিটি দিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি
ইনস্টাগ্রাম
৪ / ৭
কোনো এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দিনেশ কার্তিক
ইনস্টাগ্রাম
৫ / ৭
কপিল দেবের আজ জন্মদিন। কিংবদন্তির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছবিটি দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং
ইনস্টাগ্রাম
৬ / ৭
রাতের খাবার খেতে কোনো এক রেস্তোরাঁয় ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। তাঁর হাতের মেনু কার্ডে কী কী খাবারের নাম আছে, সেটা বোঝার চেষ্টা করতে বলেছেন ভক্তদের
ইনস্টাগ্রাম
৭ / ৭
জ্লাতান ইব্রাহিমোভিচ বলে কথা! যে খেলাই খেলবেন, সেরা হতে চাইবেন। শখে টেবিল টেনিস খেলতে গিয়ে ছবিটি দিয়ে লিখেছেন, ‘সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আমি।’
ইনস্টাগ্রাম