শামির সম্মানে গ্রামে ‘মিনি স্টেডিয়াম’

মোহাম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালে তাঁর দিকে তাকিয়ে ভারতছবি: এএফপি

অবিশ্বাস্য বিশ্বকাপ কাটছে মোহাম্মদ শামির। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার যেখানে ২২ উইকেট পেতে খেলতে হয়েছে ১০ ম্যাচ, শামি সেখানে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। ইনিংসে ৫ উইকেটই পেয়েছেন ৩ বার। ১০.৯১ স্ট্রাইকরেট বলছে বলে বলে উইকেট না হলেও পারফরম্যান্সটা সেখান থেকে খুব বেশি দূরেও নেই। ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠার পেছনে তাই শামির অবদান অনস্বীকার্য। এমন খেলোয়াড়ের সম্মানে তো কিছু করতেই হয়!

আরও পড়ুন

কিছু করার সেই তাড়নাটা অনুভব করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। উত্তর প্রদেশের আমরোহা গ্রামে জন্ম শামির। তাঁর সম্মানে তাঁরই গ্রামে ‘মিনি স্টেডিয়াম’ ও জিমনেশিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, আমরোহার জেল ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার তিয়াগি স্টেডিয়ামের জন্য ২.৪৭ একরের বেশি জমি বাছাই করে প্রস্তাব পাঠিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে।

আজ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। তবে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনাই বেশি। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ২০টি স্টেডিয়াম বানানোর প্রকল্পের অংশ হিসেবে এটি সংযুক্ত করা হবে।

টাইমস অব ইন্ডিয়া সেই সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে, ‘উত্তর প্রদেশের বাছাইকৃত কিছু জেলার প্রত্যন্ত অঞ্চলে ২০টি স্টেডিয়াম বানানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। এর মধ্যে আমরোহাও আছে আর এই প্রকল্পের উদ্দেশ্য গ্রামে খেলাধুলার বিস্তার ঘটানো। শামি যেহেতু আমরোহার সন্তান ও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি, সরকার তাই তাঁর সম্মানে তাঁরই পূর্বপুরুষের গ্রাম শাহাসপুর আলীনগরে স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুন

ভারতের আরেক সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ জানিয়েছে, মিনি স্টেডিয়ামের সঙ্গে জিমনেশিয়ামও বানানো হবে। এ নিয়ে সংবাদমাধ্যমটি জেলা ম্যাজিস্ট্রেট রাজেশ তিয়াগির মন্তব্যও প্রকাশ করেছে, ‘মোহাম্মদ শামির গ্রামে (শাহাসপুর আলীনগর) একটি স্টেডিয়াম ও জিমনেশিয়াম বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে।’

স্টেডিয়াম বানানোর এ প্রকল্পে জেলা প্রশাসন শামির সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই স্টেডিয়াম তৈরিতে ৫ কোটি রুপি খরচ হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। আর তার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শামির মা–বাবাকেও ডাকা হবে। তিয়াগি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘স্টেডিয়ামে রেসিং ট্র্যাক ছাড়াও অন্যান্য সুবিধা থাকবে।’ শামি শাহাসপুর গ্রামে বড় হয়েছেন। তাঁর বাবা তৌসিফ আলী কৃষক হলেও একসময় ফাস্ট বোলার ছিলেন এবং শৈশবে শামিকে কোচিংও করিয়েছেন।