ছবিতে ছবিতে ইউনাইটেড–লিভারপুল মহারণ

আগের রাতে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে জয় তুলেছে। ট্রফির লড়াইয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখতে লিভারপুলের জয়টা তাই বেশিই দরকার ছিল। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে দুই পয়েন্ট খুইয়ে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচে প্রথম গোল করেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ২-২ সমতা নিয়ে। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটির নানা মুহূর্ত দেখুন এই আয়োজনে—
১ / ১১
ওল্ড ট্রাফোর্ডের বাইরে এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ আর প্রিমিয়ার লিগ ট্রফির সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ইউনাইটেড সমর্থকেরা। খেলা শুরুর আগে
এএফপি
২ / ১১
হাইভোল্টেজ ম্যাচ! ইউনাইটেড-লিভারপুল ম্যাচ পরিচালনার ভার পড়েছিল তাই অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলরের কাঁধে
এএফপি
৩ / ১১
গ্যালারিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দর্শকেরা চুপ। কেন চুপ, লুইস দিয়াজের উল্লাসই বলে দিচ্ছে। ম্যাচের ২৩ মিনিটে
এএফপি
৪ / ১১
মাঝমাঠের লড়াই! ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরোর সঙ্গে লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
এএফপি
৫ / ১১
ম্যাচের ৫০ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ
রয়টার্স
৬ / ১১
৬৭ মিনিটে কোবি মাইনুর গোল। ইউনাইটেড এগিয়ে ২-১ ব্যবধানে। ওল্ড ট্রাফোর্ড গ্যালারির উৎসবের মধ্যে মাইনুকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস
এএফপি
৭ / ১১
কী হচ্ছে এ সব! মাঠে যে সব ঠিকঠাকমতো হচ্ছে না, ইয়ুর্গেন ক্লপের বিরক্তি প্রকাশেই স্পষ্ট
এএফপি
৮ / ১১
ম্যাচের বেশির ভাগ সময় ঠান্ডা মাথাতেই দেখা গেছে এরিক টেন হাগকে
এএফপি
৯ / ১১
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী যখন ভারসাম্যহীনতায়
এএফপি
১০ / ১১
৮৪ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি শট, লিভারপুলের সমতা আনা দ্বিতীয় গোল
এএফপি
১১ / ১১
ম্যাচ শেষ হয়েছে সমতায়। তবে ম্যাক অ্যালিস্টাররা পুড়ছিলেন হারের মতো যন্ত্রণায়। পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা যে হলো না!
রয়টার্স