পাঠ্যপুস্তকে বাবর আজমের কাভার ড্রাইভ

কাভার ড্রাইভ খেলছেন বাবর আজমফাইল ছবি

ক্রিকেট শট এখন ধ্রুপদ ও তাৎক্ষণিক উদ্ভাবনের নান্দনিক সমন্বয়। কোনো শট আপনাকে চিরায়ত সৌন্দর্যের আলোয় ভাসিয়ে নেবে, আবার কোনো শট তাৎক্ষণিকভাবে মুগ্ধ করবে।

টি–টোয়েন্টি ক্রিকেটের উত্থানের পর ক্রিকেটে উদ্ভাবিত হয়েছে বিস্ময় জাগানো সব শট। তবে ক্রিকেটে যেসব শটকে ধ্রুপদি ধারার সৌন্দর্যের প্রতীক ধরা হয়, সেসবের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আসবে কাভার ড্রাইভই।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম কাভার ড্রাইভটা দারুণ খেলেন। তাঁর কাভার ড্রাইভের ভক্ত সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটারও। নানা সময়ে বাবরের এই শটে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির মতো অনেকেই।

বাবর আজমের কাভার ড্রাইভ বর্তমান ক্রিকেটের অন্যতম সুন্দর দৃশ্য
ছবি: টুইটার

এবার সেই কাভার ড্রাইভের অন্য রকম এক স্বীকৃতিও পেলেন বাবর। তাঁর কাভার ড্রাইভকে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ে। বাবরের কাভার ড্রাইভ–সম্পর্কিত প্রশ্নের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক শিরাজ হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে বইয়ের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল হওয়া সেই ছবিতে বাবরের কাভার ড্রাইভ নিয়ে যে প্রশ্নটি করা হয়েছে সেটি এমন, ‘বাবর আজম ১৫০ জুল কাইনেটিক এনার্জিতে (গতিশক্তিতে) একটি কাভার ড্রাইভ খেলেছেন। এ. বলের ভর ১২০ গ্রাম হলে সেটি কত গতিতে সীমানা অতিক্রম করবে? বি. একটি ৪৫০ গ্রাম ওজনের ফুটবলকে এই গতিতে চলার জন্য কত কাইনেটিক এনার্জি (গতিশক্তি) দিতে হবে?’

ভাইরাল হওয়া সেই ছবিতে অবশ্য সূত্র মেনে সমাধানও দেওয়া হয়েছে। টুইটারে অবশ্য অনেকে নিজেদের সমাধানও পোস্ট করেছেন। কেউ কেউ আবার পাকিস্তান ফেডারেল বোর্ডের সিলেবাস নিয়েও কথা বলেছেন।

সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না বাবরের। এশিয়া কাপে পাকিস্তান ফাইনালে খেললেও একদমই ভালো করতে পারেননি অধিনায়ক। পুরো টুর্নামেন্টে বাবর আজম ২০ রান পেরোতে পেরেছেন মাত্র একবার। এমনকি তাঁর অধিনায়কত্ব নিয়েও সমালোচনা করেছেন সাবেক অনেক ক্রিকেটার।

ফাইনালে বাবরের নেতিবাচক অধিনায়কত্বের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। বলেছেন, বাবরের উচিত ছিল আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলা।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ছবি: টুইটার

বাবরের সামনে এখন অপেক্ষা করছে টি–টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। তার আগে অবশ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশও।