ভালোবাসার স্ত্রীর সঙ্গে সৌম্যের ‘কোয়ালিটি টাইম’

ক্রিকেট ও রোদের মিতালিতে স্টুয়ার্ট ব্রড। বিদায়বেলায় মার্টিন গাপটিল। ট্রফির দুই পাশে ফ্লিক ও আনচেলত্তি। সুদূরে তাকিয়ে যশপ্রীত বুমরা। কোচ অ্যান্ডি মারের সঙ্গে নোভাক জোকোভিচের প্রস্তুতি আর স্ত্রীর সঙ্গে সৌম্য সরকারের অবকাশ। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
ক্রিকেট ও রোদের এমন মিতালির একাধিক ছবি পোস্ট করেছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এসএ টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই ইংলিশ কিংবদন্তি
ইনস্টাগ্রাম
২ / ৮
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল। আজ নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে তাঁকে
এএফপি
৩ / ৮
মাঝে স্প্যানিশ সুপার কাপের ট্রফি রেখে দুই পাশে দুই দলের জার্সি হাতে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আগামীকাল এল ক্লাসিকোতে এই ট্রফির জন্য সৌদি আরবের জেদ্দায় মুখোমুখি হচ্ছে দুই দল
এক্স
৪ / ৮
দূরে কোথাও তাকিয়ে যশপ্রীত বুমরা। ভারতীয় ফাস্ট বোলার কী ভাবছিলেন নিজেই ভালো জানেন
ইনস্টাগ্রাম
৫ / ৮
ডায়েরির মতো করেই ২০২৪ সালের ডিসেম্বর মাসকে ছবিতে ছবিতে ধরে রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তাঁর এই ছবিটা সেই অ্যালবাম থেকেই নেওয়া
ইনস্টাগ্রাম
৬ / ৮
অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছেন টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ। অনুশীলনের ফাঁকেই বেঞ্চে বসে আলাপ সেরে নিচ্ছেন কোচ অ্যান্ডি মারের সঙ্গে
এএফপি
৭ / ৮
অ্যাকরিংটন গোলরক্ষক বিলি ক্রেলিংকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর দৃশ্যে দেখা যাচ্ছে না গোলদাতা ট্রেন্ট আলেক্সান্দার আরনল্ডকে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাকরিংটন স্ট্যানলির বিপক্ষে লিভারপুল জিতেছে ৪–০ গোলে
রয়টার্স
৮ / ৮
‘কোয়ালিটি টাইম উইথ লাভ’—এই ক্যাপশন দিয়ে স্ত্রী প্রিয়ন্তি দেবনাথের সঙ্গে ছবিটা পোস্ট করেছেন সৌম্য সরকার
ইনস্টাগ্রাম