একজনের বিপক্ষে দুজন খেলা ঠিক নয় বলে...

সামারি- তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৯
যুক্তরাষ্ট্রে থাকা ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেল পডকাস্ট উপস্থাপনা করছেন স্পটিফাইয়ে। আর্কিটাইপস নামের ওই পডকাস্টের প্রথম অতিথি ছিলেন সেরেনা উইলিয়ামস। ‘প্রিয় বন্ধু মেগানের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে ভালো লাগছে। এটি বেরিয়েছে এখন, যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ কেউ হয়ে থাকেন, তাহলে এটি শুনতে পারেন’, মেয়ে ও মেগানের সঙ্গে এ ছবি পোস্ট করে লিখেছেন টেনিস কিংবদন্তি
ইনস্টাগ্রাম
২ / ৯
‘মাঝে যাও মাঝে’, এমন ক্যাপশনের সঙ্গে হাসির ইমোজি দিয়ে এ ছবি পোস্ট করেছেন নেইমার। পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনে এমন ছবির অর্থ কী হতে পারে?
ইনস্টাগ্রাম
৩ / ৯
বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার ছেড়ে এ মৌসুমে ব্রিসবেন হিটে পাড়ি জমিয়েছেন উসমান খাজা। সেখানেই খুদে ভক্তের সঙ্গে অস্ট্রেলীয় ব্যাটসম্যান।
ইনস্টাগ্রাম
৪ / ৯
উলগুরুকাবা ওয়াকঅ্যাবাউটস মূলত সাংস্কৃতিক সংস্থা। তাদেরই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্যরা। মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথরা নিজেদের দেশের আদিবাসীদের সংস্কৃতি সম্বন্ধে জেনেছেন। লাবুশেন এ অভিজ্ঞতাকে বলেছেন ‘চমৎকার’
ইনস্টাগ্রাম
৫ / ৯
২০১৯ সালের আগস্টে বেলজিয়ামের এ সার্কিটেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২২ বছর বয়সী ফর্মুলা টু ড্রাইভার অ্যান্থনি হুবার্ট। গ্রীষ্মকালীন বিরতি শেষে ওই স্পা দিয়েই ট্র্যাকে ফিরছে ফর্মুলা ওয়ান। হুবার্টের দুর্ঘটনাস্থলে ফুল দিয়ে প্রয়াত বন্ধুকে স্মরণ করেছেন আলফা টাউরির পিয়ের গ্যাসলি। ইনস্টাগ্রাম ক্যাপশনে গ্যাসলি লিখেছেন, ‘তোমাকে মিস করি, টনিও
ইনস্টাগ্রাম
৬ / ৯
এশিয়া কাপের জন্য দুবাইয়ে আজ প্রথমবার আনুষ্ঠানিক অনুশীলনে নামবে বাংলাদেশ। এর আগে নিজের ‘অস্ত্রের’ ছবি দেখালেন সাব্বির রহমান
ইনস্টাগ্রাম
৭ / ৯
‘এ’ দলের সফর শেষে দেশে ফিরছেন নাঈম হাসান, সাইফ হাসানরা। সফরে দুটি চার দিনের ম্যাচের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। অবশ্য বৃষ্টির কারণে ড্র হয়েছিল দুটি চার দিনের ম্যাচই, পরে সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটিও ভেসে গেছে একই কারণে
ইনস্টাগ্রাম
৮ / ৯
আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ, তবে দ্য হানড্রেডে সতীর্থ দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ম্যাডি ভিলিয়ার্স। শবনিম বলছেন, ভিলিয়ার্স থাকলে সময়টা মজাতেই কাটে
ইনস্টাগ্রাম
৯ / ৯
‘সত্যিই’ ইউএস ওপেনে খেলতে চেয়েছিলেন অ্যাঞ্জেলিক কারবার। তবে তাঁর মনে হচ্ছে, ‘একজনের বিপক্ষে দুজন মিলে খেলাটা ঠিক হবে না।’ এ কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। কারবারের এমন কথার অর্থ এতক্ষণে ধরতে না পারলে খুলেই বলতে হবে। মা হতে চলেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জার্মান টেনিস তারকা। আপাতত তাই টেনিস থেকে বিরতি নিতে হচ্ছে তাঁকে। যে পথে চলেছেন, সেটির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘সত্যি বলতে কি, একই সঙ্গে উদ্বিগ্ন আবার রোমাঞ্চিত আমি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ
ইনস্টাগ্রাম