রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেডের পর এবার সে সৌদি আরবের একাডেমিতে

বাবার পথে হেঁটে সৌদি আরবের একাডেমিতে যোগ দিয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রছবি : এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের বিষয়টি অনেকটা সরকারি চাকরিজীবী মা–বাবার সন্তানের মতো। বাবা বা মা যখন যেখানে বদলি হবেন, বাক্স-পেটরা গুছিয়ে তাকেও সেখানে যেতে হবে। সরকারি চাকরিজীবীর সন্তানদের কতবার যে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়! নতুন স্কুল, নতুন বন্ধু—বড় হতে হতে অনেকবারই পরিবর্তনের মুখোমুখি হয় তারা।
রোনালদোর সন্তানদের অবস্থাও অনেকটা এ রকম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাঁর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্য। ছয় বছরের একটি অধ্যায় শেষ করে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ২০০৯ সালে। সেই সময় ক্রিস্টিয়ানো জুনিয়র ছিল না। রিয়াল মাদ্রিদ থাকার সময়েই জন্ম হয় তাঁর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের। রোনালদোর ছেলের ফুটবলের হাতেখড়িও সেখানেই।

কিন্তু ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখান রোনালদো। জুনিয়রও একাডেমি বদলে নাম লেখায় জুভেন্টাসের একাডেমিতে। সেখান থেকে রোনালদোর ঠিকানা হয় তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্রিস্টিয়ানো জুনিয়রেরও তাই ঠাঁই হয় ইউনাইটেডের একাডেমি। সেখানে সে রোনালদোর ৭ নম্বর জার্সি পরেই খেলত। বাবার মতো গোল-উদ্‌যাপন করেও আলোচনায় এসেছে সে।

ছেলে মাতেওকে নিয়ে নতুন একাডেমিতে ক্রিস্টিয়ানো জুনিয়রের খেলা দেখতে যান জর্জিনা রদ্রিগেজ
ছবি : ইনস্টাগ্রাম

ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়টি খুব বেশি লম্বা হয়নি। ক্রিস্টিয়ানো জুনিয়র ২০২১ সালে যোগ দিয়ে নিজের সাবেক ক্লাবে দ্বিতীয় অধ্যায়ের ইতি এ বছরই টেনেছে, নাম লিখিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসরে। স্বাভাবিকভাবেই রোনালদোর সঙ্গে সৌদি আরবে পাড়ি জমিয়েছে তার পরিবারও। ১২ বছরের ক্রিস্টিয়ানো জুনিয়রের ঠিকানা হয়েছে সৌদি আরবের ফুটবল একাডেমি মাহ্‌দে।

আরও পড়ুন