কোহলির নিরাপদ আশ্রয় কোথায়

রোবট কুকুরের সঙ্গে সুনীল গাভাস্কারের মজা। ওয়াসিম আকরামের ইসলামাবাদ-ভাবনা। শিখর ধাওয়ানের প্রেমের ইঙ্গিত। পিএসএলে রিশাদের ব্যস্ততা। কোহলির নিরাপদ আশ্রয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি
১ / ৬
টানা তিন ম্যাচ লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। তাই বলে তো মাঠে যাওয়া, অনুশীলন করা থেমে নেই। ছবিটি পোস্ট করে তেমনটাই হয়তো বোঝাতে চাইলেন বাংলাদেশ লেগ স্পিনার
ইনস্টাগ্রাম
২ / ৬
রোবট কুকুর ‘চম্পকে’র সঙ্গে মজা করতে চাইলেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির সঙ্গে সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ও উপস্থাপন সুরেন সুন্দরম
ইনস্টাগ্রাম
৩ / ৬
স্বামী জনাথন ওয়েনসের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি জিমন্যাস্ট সিমোন বাইলস। ওয়েনসও একজন ক্রীড়াবিদ, খেলেন আমেরিকান ফুটবল
ইনস্টাগ্রাম
৪ / ৬
ছবিটা কোথায় তোলা ওয়াসিম আকরামই ভালো জানেন। এই ছবি পোস্ট করে পাকিস্তান কিংবদন্তি বলেছেন শিগগিরই ইসলামাবাদে ফিরতে চান
ইনস্টাগ্রাম
৫ / ৬
শিখর ধাওয়ান কি প্রেমে পড়েছেন? ছবিটি অবশ্য সাবেক ভারতীয় ওপেনার পোস্ট করেননি। করেছেন সোফি নামের সঙ্গী, যিনি ধাওয়ানকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন
ইনস্টাগ্রাম
৬ / ৬
আজ আনুশকা শর্মার জন্মদিন। এ উপলক্ষে স্ত্রীকে ‘নিরাপদ আশ্রয়’ উল্লেখ করে স্বামী বিরাট কোহলি লিখেছেন আবেগঘন বার্তা। , ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ আশ্রয়, আমার শ্রেষ্ঠ অর্ধাংশ, আমার সবকিছু। তুমি আমাদের সবার জীবনের পথপ্রদর্শক আলো। প্রতিদিনই তোমাকে আরও বেশি ভালোবাসি। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’
ইনস্টাগ্রাম