টিম কাহিলের ‘ব্রাজিল চ্যাম্পিয়ন’ ভবিষ্যদ্বাণী ইতিহাসের সবচেয়ে বাজে

অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় টিম কাহিলছবি: টুইটার

টিম কাহিলের ভবিষ্যদ্বাণী হইচই ফেলে দিয়েছে চারদিকে। ব্রাজিল শিরোপা জিতবে, ফাইনালে বেলজিয়ামকে হারাবেন নেইমাররা—এমন ভবিষ্যদ্বাণী করে অস্ট্রেলিয়ার হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই তারকা রীতিমতো তোপের মুখে পড়েছেন। তাঁর এই ভবিষ্যদ্বাণী বিশ্বকাপ ইতিহাসের ‘সবচেয়ে বাজে’ হিসেবেও বলছেন অনেকে।

ব্রাজিল শিরোপা জিতবে—এই মন্তব্যের চেয়েও কাহিলের আরও একটি ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসি হচ্ছে। সেটি হলো, তাঁর দেশের কোয়ার্টার ফাইনাল খেলা। কাহিল বলেছিলেন, অস্ট্রেলিয়া নাকি আর্জেন্টিনাকে শেষ ষোলোতে হারিয়েই কোয়ার্টারে উঠবে।

কাহিল বলেছেন, বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল
ছবি: রয়টার্স

কাহিল কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি বিশ্বকাপের আয়োজন যজ্ঞ তদারকের জন্য গঠিত একটি কমিটির (সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি) সদস্য। সেই কমিটিতে কাজ করছেন কাহিল, স্যামুয়েল ইতোসহ বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার। কমিটির সভাতেই এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা।

অস্ট্রেলিয়াকে কোয়ার্টারে তুলে দিয়েছেন কাহিল
ছবি: টুইটার

তাঁর ভবিষ্যদ্বাণীকে ‘উদ্ভট’ বলেছেন অনেক টুইটার ব্যবহারকারী। একজন লেখেন, ‘তিনি আসলে কী বলতে চাচ্ছেন? অস্ট্রেলিয়া হারাবে আর্জেন্টিনাকে? অস্ট্রেলিয়া বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে ভবিষ্যদ্বাণী এটি।’

কাহিলের ভবিষ্যদ্বাণী আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া
ফাইল ছবি : রয়টার্স

আরেক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘মাদককে না বলুন।’ কেউ কেউ তাঁকে উত্তেজনা কমাতে বলেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে কাহিলের গোলসংখ্যা ৪৯। অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারই তিনি। এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়ার সঙ্গে গ্রুপ ‘ডি’তে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ার গ্রুপের শেষ ম্যাচ ডেনমার্কের বিপক্ষে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এবার খেলতে নামবে অস্ট্রেলিয়া।