মিরাজের ‘হাই’, মোস্তাফিজের স্ক্রলিং আর শরীফুলের গোলকিপিং

জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে আজ। সকাল ৬টায় শুরু এই টেস্টে উপস্থিত ছিলেন মুশফিক-মিরাজরা। ফিটনেস টেস্টের নানা মুহূর্ত ধরা পড়েছে শামসুল হকের ক্যামেরায়।
১ / ১২
যথারীতি ফিটনেস টেস্ট দিতে জাতীয় স্টেডিয়ামে মুশফিকুর রহিম এসেছেন সবার আগে।
শামসুল হক
২ / ১২
সূর্যের আলো ফুটতে না ফুটতেই মাঠে হাজির! হাই না তুলে উপায় কী! মিরাজের পাশে মোস্তাফিজুর রহমান—একটু সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে নিই!
শামসুল হক
৩ / ১২
ভাই, এই বয়সেও এমন পারফরম্যান্স! আপনি পারেনও!—নাজমুল কি মুশফিককে এমন কিছুই বললেন নাকি!
শামসুল হক
৪ / ১২
ফিটনেস টেস্টের পর একছত্র ফুটবলও খেলেছেন ক্রিকেটাররা। ফুটবলার হলে শরীফুল কি গোলকিপার হতেন? আগে চোখটা তো খুলতে হবে!
শামসুল হক
৫ / ১২
গোল নাকি গোল না? সাইফউদ্দিন কি মুশফিকের শট ঠেকাতে পেরেছেন?
শামসুল হক
৬ / ১২
কেউ যদি ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় শেষ করতে পারেন, তাহলে তাঁকে ধরা হয় ‘এলিট’ হিসেবে। পারফরম্যান্সের বিচারে আজ নাহিদই একমাত্র এলিট
শামসুল হক
৭ / ১২
দৌড়ে পুরো দলকে যেন নেতৃত্ব দিচ্ছিলেন নাহিদ রানা
শামসুল হক
৮ / ১২
সৌম্য সরকারও ছিলেন অ্যাথলেটিকস ট্র্যাকে
শামসুল হক
৯ / ১২
রিকশায় মাঠ ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ
শামসুল হক
১০ / ১২
ইবাদতের শট গোলপোস্ট বরাবর গেছে তো?
শামসুল হক
১১ / ১২
নাহিদ রানার পর দ্বিতীয় সর্বোচ্চ সময়ে ১৬০০ মিটার দৌড় শেষ করেছেন তানজিম হাসান
শামসুল হক
১২ / ১২
কী রে পারবি তো? দেখেন না ভাই, কী দৌড় দিই—মুশফিক-মিরাজের আলাপ হয়তো এ রকমই
শামসুল হক