দক্ষিণ কোরিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিক দেশের খরচেই

বাংলাদেশ জাতীয় হকি দল। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় হকি দল। ফাইল ছবি
>
  • ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস
  • সেখানে অংশ নেবে বাংলাদেশ হকি দল
  • এর আগে দক্ষিণ কোরিয়ায় ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

 আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এশিয়ান শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় কয়েকটি ডিসিপ্লিনের সঙ্গে হকিতেও অংশগ্রহণ করবে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য হন্যে হয়ে খোঁজা হয়েছে প্রতিপক্ষ। এরই ফল দক্ষিণ কোরিয়ার সঙ্গে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ।

ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে চিঠি লিখেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রতি বাংলাদেশের প্রস্তাব ছিল, তারা যেন বাংলাদেশে এসে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে। চিঠির জবাবে দক্ষিণ কোরিয়া উল্টো বাংলাদেশকে ৫ ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তা–ও আবার বাংলাদেশ দলের যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ সব খরচই দেবে কোরিয়ান হকি ফেডারেশন। ২৫ জুলাই থেকে ২ আগস্ট অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের সিরিজটি।

এভাবে বিনা খরচে বিশ্বকাপ খেলুড়ে দেশের বিপক্ষে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ। প্রথম আলোর কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ‘বিনা খরচে কোরিয়ার মতো শক্তিশালী দেশের বিপক্ষে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলা আমাদের জন্য বিরাট পাওয়া।’