জার্মান 'দুঃখ' আর কোরিয়ান 'উৎসব'

>

এই বিশ্বকাপকে পাগলাটে না বলে উপায় আছে! দম আটকানো সব ম্যাচ। বড় দলগুলোকে বলতে গেলে পাত্তাই দিচ্ছে না অপেক্ষাকৃত ছোট দলগুলো। আজ যেমন জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে অন্যতম সেরা চমক উপহার দিল দক্ষিণ কোরিয়া। এশিয়ান দলটির কাছে এই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানি। এমন ফলে কাজান অ্যারেনা তো বটেই, জার্মানি ও দক্ষিণ কোরিয়াতেও একই সঙ্গে ফুটে উঠল দুই রকম চিত্র—জার্মানরা বিদায়ের ব্যথায় নীল আর কোরিয়ানরা বাদ পড়া নিশ্চিত জেনেই উৎসবের রঙে লাল। আসুন, দেখে নিই তার কিছু স্থিরচিত্র—

হারের বেদনায় মুষড়ে পড়লেন কজন জার্মান সমর্থক। কাজান অ্যারেনায়। ছবি: রয়টার্স
হারের বেদনায় মুষড়ে পড়লেন কজন জার্মান সমর্থক। কাজান অ্যারেনায়। ছবি: রয়টার্স
রেফারির শেষ বাঁশি, জয়ের আনন্দে পড়িমড়ি করে ছুটলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
রেফারির শেষ বাঁশি, জয়ের আনন্দে পড়িমড়ি করে ছুটলেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
জয়ের আনন্দে মাঠেই শুয়ে পড়লেন কোরিয়ান খেলোয়াড়েরা। হারের কষ্টে হাঁটু মুড়ে বসার শক্তিটুকুও যেন নেই জার্মানদের। ছবি: রয়টার্স
জয়ের আনন্দে মাঠেই শুয়ে পড়লেন কোরিয়ান খেলোয়াড়েরা। হারের কষ্টে হাঁটু মুড়ে বসার শক্তিটুকুও যেন নেই জার্মানদের। ছবি: রয়টার্স
জয়টা যেন বিশ্বাসই হচ্ছে না এই দুই কোরিয়ান সমর্থকের। চোখে আনন্দাশ্রু। ছবি: রয়টার্স
জয়টা যেন বিশ্বাসই হচ্ছে না এই দুই কোরিয়ান সমর্থকের। চোখে আনন্দাশ্রু। ছবি: রয়টার্স
প্রিয় দলের বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন এই দুই জার্মান তরুণী। ছবি: এএফপি
প্রিয় দলের বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন এই দুই জার্মান তরুণী। ছবি: এএফপি
গ্যালারিতে কোরিয়ান সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি
গ্যালারিতে কোরিয়ান সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি
কাজানে কোরিয়ান খেলোয়াড়েরা জয়ের পর সিউলে উৎসব। ছবি: এএফপি
কাজানে কোরিয়ান খেলোয়াড়েরা জয়ের পর সিউলে উৎসব। ছবি: এএফপি
কাঁদছেন টমাস মুলার। পেছনে মারিও গোমেজ। কিছু বলার ভাষা নেই। ছবি: রয়টার্স
কাঁদছেন টমাস মুলার। পেছনে মারিও গোমেজ। কিছু বলার ভাষা নেই। ছবি: রয়টার্স
সিউলে কোরিয়ানদের উৎসব। দেশটি যেন এখন উৎসবের নগরী। ছবি: রয়টার্স
সিউলে কোরিয়ানদের উৎসব। দেশটি যেন এখন উৎসবের নগরী। ছবি: রয়টার্স
এই জয় আনন্দের। আর তাই কোরিয়ানদের আবেগের এমন বহিঃপ্রকাশ। ছবি: রয়টার্স
এই জয় আনন্দের। আর তাই কোরিয়ানদের আবেগের এমন বহিঃপ্রকাশ। ছবি: রয়টার্স
জার্মান এই প্রবীণভক্তকে সান্ত্বনা দিচ্ছেন বাকি দুই সমর্থক। ছবি: রয়টার্স
জার্মান এই প্রবীণভক্তকে সান্ত্বনা দিচ্ছেন বাকি দুই সমর্থক। ছবি: রয়টার্স